এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,২৭ জুলাই : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্ট মুহাম্মদ বাজুমকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী । বুধবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে অপসারণ,দেশের সংবিধান বাতিল এবং সীমান্ত বন্ধ করার কথা ঘোষণা করা হয় । এদিকে আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের নিন্দা করেছে । মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মোহাম্মদ বাজুমের প্রতি ওয়াশিংটনের সমর্থন ঘোষণা করেছেন ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,বুধবার রাষ্ট্রপতির প্রাসাদের মুহাম্মদ বাজুমকে আটক করা হয় । সামরিক যানবাহন দিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের প্রবেশপথ বন্ধ করে দেয় প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী । অন্যদিকে নাইজারের রাষ্ট্রপতির সংস্থা ঘোষণা করেছে,রাষ্ট্রপতির গার্ড দেশটির প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি পদক্ষেপ নিয়েছে । সেনাবাহিনী রাষ্ট্রপতিকে মুক্তি না দিলে রাষ্ট্রপতির গার্ডের উপর তারা আক্রমণ করতে প্রস্তুত । আরও বলা হয়েছে যে রাষ্ট্রপতির গার্ড সদস্যদের হেফাজতে থাকা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম এবং তার পরিবার সুস্থ আছেন । এদিকে রাজধানী নিয়ামেতে একদল নাগরিক প্রেসিডেন্টের সমর্থনে রাস্তায় নেমেছে ।
প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ ইসুফো এবং অন্যান্য প্রাক্তন নেতারা দেশের অভ্যন্তরে উত্তেজনা কমাতে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছিলেন । তবে এই আলোচনা এখনও চলছে কিনা তা স্পষ্ট নয় । ১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর থেকে নাইজার চারটি অভ্যুত্থান এবং আরও অনেক উত্থান পতনের সম্মুখীন হয়েছে । এই দেশের শেষ অভ্যুত্থান হয়েছিল ২০১০ সালের ফেব্রুয়ারিতে । তখন এই দেশের তৎকালীন রাষ্ট্রপতি মামাদু তানজার সরকারকে উৎখাত করা হয় ।।