এইদিন ওয়েবডেস্ক,সোমালিয়া,২৭ জুলাই : সুইডেনে সর্বশেষ কোরান পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়ে ইউরোপের মুসলিমদের জিহাদি হামলা চালানোর আহ্বান জানালো সোমালিয়ায় আল-কায়েদার সহযোগী সংগঠন হরাকাত আল-শাবাব আল- মুজাহিদিন (আল-শাবাব) । কুখ্যাত ওই সন্ত্রাসবাদী সংগঠনটি ইংরেজি এবং আরবি ভাষায় একটি বিবৃতি প্রকাশ করেছে । যেখানে ইরাকি বংশভূত সালওয়ান মোমিকার সুইডেনের কেন্দ্রীয় স্টক মসজিদের বাইরে কোরানের একটি কপি পোড়ানোর কথা উল্লেখ করা হয়েছে । বিবৃতিতে বলা হয়েছে যে সুইডেন একটি অবিশ্বাসী দেশ,ইসলামের প্রতি ঘৃণা ও শত্রুতার প্রতীক হয়ে উঠেছে এবং যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয় তাদের স্বাগত জানায় । কোরান পোড়ানোর উদ্দেশ্য ইসলামের বিরুদ্ধে পশ্চিমের যুদ্ধ ঘোষণা এবং এটির ইসলামের প্রতি গভীর ঘৃণা প্রদর্শন করা ।
ওই সন্ত্রাসবাদী সংগঠনটি সুইডিশ সরকারকে দোষারোপ করে বলেছে যে তারা মোমিকার বাক স্বাধীনতার অধিকারের নাম দিয়ে ইচ্ছাকৃতভাবে মিডিয়া কভারেজের অধীনে এই কাজ করার অনুমতি দিয়ে ইসলাম ও মুসলমানদের উপর আক্রমণের অনুমতি দিয়েছে ।
আল-শাবাবের মিডিয়া আউটলেটে ইসলামিক জাতিকে ‘ইসলাম এবং আল্লাহর আদর্শ পুস্তকের বিরুদ্ধে ভয়ঙ্কর আক্রমণ প্রতিহত করতে সহযোগিতা ও ঐক্যবদ্ধ হওয়ার’ আহ্বান জানিয়েছে। বিবৃতিটি সুইডেনে এবং ইউরোপের অনান্য দেশে বসবাসকারী মুসলমানদের উদ্দেশ্যে বলা হয়েছে । ‘কোরান এবং তাদের নবীকে রক্ষায় দাঁড়ানোর’ জন্য তাদের আহ্বান জানানো হয়েছে ।
আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে উদ্ধৃত করে বলা হয়েছে,’যদি আপনার বাক স্বাধীনতার কোনো সীমানা না থাকে, তাহলে আমাদের কর্মের স্বাধীনতার জন্য আপনার হৃদয়কে স্বাগত জানাতে দিন ।’ পরিশেষে বলা হয়েছে, ‘আগ্রাসন প্রতিহত করার সবচেয়ে সফল এবং কার্যকর উপায় হল ইসলাম ও কোরানের প্রতি কাফেরদের শত্রুতার অবসান ঘটানোর জন্য আল্লাহর পথে জিহাদ করা এবং অবিশ্বাসের নেতাদের হত্যা করা ।’।