ICC ODI World Cup 2023 : দীর্ঘ কয়েক বছর পর আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩-এ মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান । গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৫ অক্টোবর ম্যাচটি হওয়ার কথা রয়েছে । কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নবরাত্রির প্রথম দিনে ম্যাচটি নির্ধারণ করায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নিরাপত্তা সংস্থাগুলি । সেই কারনে নিরাপত্তা সংস্থার তরফে বিসিসিআইকে সময়সূচি পরিবর্তন করতে বলা হয়েছে । এখন টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের সময়সূচী পরিবর্তন করা হতে পারে বলে খবর ।
প্রসঙ্গত,নবরাত্রির প্রথম দিন সন্ধ্যায় গুজরাটে গরবা ব্রত পালন হয় । প্রচুর মানুষ তাতে অংশ নেয় । এদিকে ওই ম্যাচ দেখার জন্য এখন থেকেই আহমেদাবাদের সমস্ত বিলাসবহুল হোটেলগুলি বুক হয়ে গেছে । ওই দিনে ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষ মানুষ জড়ো হবে । ফলে নিরাপত্তা জনিত সমস্যার মুখে পড়তে হতে পারে সুরক্ষাকর্মীদের । সেই পরিস্থিতির কথা বিবেচনা করেই ম্যাচের দিন পরিবর্তনের আবেদন জানানো হয়েছে । বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে ‘ম্যাচের দিন পরিবর্তনের বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে । শীঘ্রই এনিয়ে একটি সিদ্ধান্ত আসা হবে ।’ এদিকে দিন পরিবর্তন হলে, যারা এখন থেকেই হোটেল বুক করে রেখেছেন,তাদের হতাশ হতে হবে ।
প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর দিল্লি, ধর্মশালা, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালুরু, লখনউ, চেন্নাই এবং কলকাতা সহ ১০ টি ভেন্যুতে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে । আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচসহ বিশ্বকাপের চারটি ম্যাচ । উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড । এছাড়া ভারত বনাম পাকিস্তান, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে । সেমিফাইনালের ম্যাচ হবে মুম্বাই এবং কলকাতায়।।