সভ্যসমাজের মুখোশধারী পুরুষ !!
পৌরষত্বের অহংকারে মজে
কামনার আগুনে হয়েছো শয়তান ।
মজেছো তুমি নারীর বস্ত্রহরণে
ঘর থেকে তুলে রাস্তায় করছো আস্ফালন ।
যোনিদেশ নিয়ে করো খেলা?
কলিযুগে কৃষ্ণ ঠাকুর জন্ম নিতে করে দ্বিধা !!
আছে শত শত দুঃশাসন আর দুর্যোধন।
কে করিবে রক্ষা ?
হে নারী, হে মাতা, হে বোন – শুনছো তোমরা?
শঙ্খ বাজাও, কাঁসর ঘন্টা বাজাও
দূর্গাসাজে তোমাকে দেখবে সমাজ
দানব দমন অভিযানে !!