এইদিন ওয়েবডেস্ক,কুড়িগ্রাম,২৫ জুলাই : বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার একটি মাদ্রাসায় ক্লাস চলাকালীন বজ্রপাতের ঘটনা ঘটেছে । সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় । জানা গেছে, ইঁটের দেওয়াল ও করগেটের ছাউনি দেওয়া একটি ভবনে মাদ্রাসাটি চলে । সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ক্লাস চলছিল তখন প্রবল বৃষ্টিপাত শুরু হয় । তার পাশাপাশি চলে মুহুর্মুহু বজ্রপাত । হঠাৎ একটা ক্লাসের করগেটের ছাউনিতে বিকট শব্দে বজ্রপাত হয় । বজ্রাঘাতে ভবনের দেয়ালে ফাটল ধরে,ক্ষতিগ্রস্ত হয় টিনের ছাউনি । এছাড়াও মাদ্রাসার বেশকিছু বৈদ্যুতিক সরঞ্জামও নষ্ট হয়ে যায়।
জানা গেছে,বজ্রপাতের সময় ক্লাস রুমের জানালার পাশে বসেছিল আবদুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্মলা, আলী রাজ, ফারজানা ও সানজিদা নামে ৯ পড়ুয়া । তারা অল্পবিস্তর বজ্রাহত হয় । তড়িঘড়ি তাদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জয়শ্রী রায় নিপা বলেন, ‘একজন ছাত্রের একটা হাত অসাড় হয়ে গেছে । বাকিদের অবস্থা স্থিতিশীল, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।’।