এইদিন ওয়েবডেস্ক,ওয়েস্ট ব্যাঙ্ক,২৫ জুলাই : ওয়েস্ট ব্যাঙ্কের কেন্দ্রীয় পার্বত্য অঞ্চলে অবস্থিত নাবলুসে জোসেফের সমাধিতে ইহুদি উপাসকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) । আইডিএফ-এর পালটা গুলিতে কয়েকজন ফিলিস্তিনি কয়েকজন ফিলিস্তিনি সন্ত্রাসী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে । ফিলিস্তিনিরা জোসেফের সমাধিতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ও পাথর ছুড়ে মারে । আইডিএফ জানিয়েছে, সমাধিতে প্রার্থনা করার সময় সন্ত্রাসী হামলাটি হয় মূলত মোইশে ক্লেইনারম্যান (Moishe Kleinerman) নামে এক কিশোর ও তার পরিবারের নেতৃত্বে । ওই কিশোর ২০২২ সালের প্রথম দিকে থেকে নিখোঁজ ছিল । এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে ।
ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-কুদস (Al-Quds)-এর নাবলুস শাখা হামলার দায় স্বীকার বলেছে যে, তাদের গোষ্ঠীর সদস্যরা জোসেফের সমাধি এলাকায় আক্রমণ করেছিল । তখন দখলকারী বাহিনী(আইডিএফ) এবং বসতি স্থাপনকারীদের গ্রুপের সাথে তাদের লড়াই হয় ।।