এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২৫ জুলাই : বর্তমান সময়ে ইউটিউব একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম । শুধু বিনোদন বা সংবাদ নয় দৈনন্দিন বিষয়ের সমস্ত রকম আপডেট জানতে সকলেই হাজির হন ইউটিউবে । ইউটিউবে শুধু রাতারাতি সেলিব্রিটি বনে যাওয়াই নয়,রয়েছে প্রচুর উপার্জনের সম্ভাবনাও । এ রাজ্যের বিভিন্ন জেলায় যেসমস্ত ইউটিউবে ভিডিও পোস্ট করে সাফল্য পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম কোচবিহার জেলার মাথাভাঙ্গা -১ ব্লকের অন্তর্গত শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা খালেক রহমান । তাঁর ইউটিউবের বিষয়বস্তু হল চাকরি, স্কলারশিপ, রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সহ ওই সমস্ত প্রকল্পে দরখাস্ত করার পদ্ধতি সম্পর্কীয় । বর্তমানে খালেকের ইউটিউব চ্যানেলে রয়েছে ১২ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার । ইতিমধ্যেই তিনি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন ও গোল্ডেন প্লে বাটন পুরস্কারও পেয়েছেন ।
খালেক রহমান বলেন,’আমি মাথাভাঙ্গা কলেজ থেকে বাংলা অনার্স শেষ করে বিএড করছি । ভবিষ্যতে শিক্ষকতা হওয়ার স্বপ্ন আমার । কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের অনেক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়,আমাকেও হয়েছিল । নিজের পড়াশোনা আর পরিবারের কিছু সাশ্রয়ের লক্ষ্যে আমি ইউটিউব চ্যানেল করার সিদ্ধান্ত নিই ।’
তিনি বলেন,’তবে আমার শুরুটা মোটেই মসৃণ ছিল না । প্রথমে আমার মাকে বিষয়টি জানাই । মা তাঁর জমানো টাকা থেকে ৮,০০০ টাকা তুলে দেন একটা স্মার্টফোন কেনার জন্য । ইউটিউবে ভিডিও আপলোড করা শিখতে ঘন্টার পর ঘন্টা মোবাইলে মগ্ন থাকতাম । এজন্য পরিবারে বাকি সদস্য ও প্রতিবেশীদের অনেক গঞ্জনা শুনতে হয়েছে আমাকে । কিন্তু সেসবকে আমি বিশেষ পাত্তা দিইনি । অবশেষে দীর্ঘ ৩ বছর কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছা শক্তিতে কাজে লাগিয়ে আজ আমি সাফল্যের মুখ দেখতে পেয়েছি ।’
খালেক রহমানের কথায়, ‘ইউটিউব এমন একটি প্লাটফর্ম যে যদি কেউ ইচ্ছা শক্তি, ধৈর্য্য ও কঠোর পরিশ্রম এই তিনকে একসঙ্গে কাজে লাগাতে পারে তাহলে তিনি সফল হতে পারবেন । তবে সেটা শুধু ইউটিউবে নয়,ইউটিউবের পাশাপাশি যেকোনো কাজে এই তিন গুনকে সঙ্গে নিয়ে চলতে হবে । যদি কেউ ইউটিউবে থেকে টাকা রোজকার করতে চায়, এরজন্য কোনো ভালো সরঞ্জাম এর দরকার পরবে না । হাতে থাকা একটা স্মার্টফোন দিয়েই তৈরি করা সম্ভব ইউটিউব ভিডিও। আর নিজের মধ্যে থাকা গুনগুলোকে ফুটিয়ে তুলতে পারলেই সফলতা অনিবার্য। তবে এরজন্য একটু পরিশ্রম করতে হবে ।’
নবাগত ইউটিবারদের উদ্দেশে কোচবিহারের খালেক রহমানের পরামর্শ,’সঠিক ভাবে শ্রম দিলে কোনো কাজেই ব্যর্থতা আসে না। ঠিক তেমনি ইউটিউবে সাফল্য অর্জন করতে সামান্য কয়েকটি ধাপ মেনে চললেই যথেষ্ট । প্রথমত,টপিক নির্ধারণ করা অর্থাৎ ইউটিউব চ্যানেলে আমরা কোন টপিক এর উপর ভিডিও তৈরি করবো,তা আগে থেকে ঠিক করে রাখা । টপিক নির্ধারণ করার সময় সবসময় মাথায় রাখতে হবে,আমার কোন ক্যাটাগরির চ্যানেল ভালো লাগে,কোন টপিক এর উপর কাজ করতে সুবিধা হবে । কোন টপিক এ ভিডিও তৈরি করলে বাকি চ্যানেলের ক্রিয়েটরদের থেকে ভালো বোঝাতে পারবো দর্শকদের ।
দ্বিতীয়ত,বিষয়বস্তু সঠিকভাবে উপস্থাপন করা ।এরজন্য চাই সঠিক পরিকল্পনা । ভিডিও এর মধ্যে কি বলবো,কি কি বিষয় ভিডিওতে দেখাবো এই সব বিষয় ভিডিও রেকর্ড এর সময় মাথায় রাখা অত্যন্ত জরুরী । যদি মনে না থাকে তাহলে ভিডিও রেকর্ড করার আগে তৈরি করতে হবে স্ক্রিপ্ট । এরপর প্রতিদিন কমপক্ষে ১টি করে ভিডিও নয়তো দুইদিন পর পর ১টি করে ভিডিও ক্রমাগত আপলোড করে যেতে হবে ।’ নির্দিষ্ট সময়ে আপলোড করলে চ্যানেলে ভালো ফল পাওয়া যায় বলে তার অভিমত । তিনি বলেন,’মূলত এই দুই বিষয় অনুসরণ করলেই ইউটিউবে সফলতা অর্জন এর পথ অনেকটাই সহজ হয়ে উঠবে । তবে যেহেতু ইতিমধ্যেই ইউটিউব প্লাটফর্মে ক্রিয়েটরদের সংখ্যা ক্রমশ বাড়ছে তাই সবসময় নির্ভুল তথ্য দিয়ে ভিউয়ারদের মন কেড়ে নিতে পারলেই ইউটিউবে সফলতার পথ আর কেউ আটকাতে পারবে না ।’ পরিশেষে তিনি নতুন ইউটিবারদের জন্য শুভকামনা জানান ।।