প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৩ জুলাই : মহিলা নির্যাতনের ঘটনায় কিছুতেই যেন বিরাম পড়ছে না ।পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গৃহবধূকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার ঘটনার পর এবার রায়নায় অ্যাসিড হামলার শিকার এক বিধবা মহিলা। অ্যাসিড হামলায় ওই বিধবা মহিলার মুখ,গলা ও হাত দগ্ধ হয়েছে।চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয় ওই বধবা মহিলা। গোটা ঘটনা নিয়ে মহিলার পরিবার রায়না থানায় অভিযোগ দায়ের করছেন । পুলিশ সেই অভিযোগের তদন্ত শুরু করেছে। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়েছে এমন খবর পুলিশের কাছ থেকে মেলেনি ।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হাত,পা ও মুখ বেঁধে গায়ে কেরোসিন তেল ঢেলে এক গৃহবধূকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তেলপাড় পড়েযায় মঙ্গলকোটের কুরুমা গ্রামে। ওই বধূ এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ ঘটনায় জড়িও ওই বধূর ভাসুরপো আশুতোষ গড়াই ও তাঁর ছেলে পূর্ণচন্দ্র গড়াই কে গ্রেপ্তার করেছে । রবিবার দুই ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
মঙ্গলকোটের বধূকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতে ওই দিন গভীর রাতে রায়না থানা এলাকায় শ্বশুর বাড়িতে অ্যাসিড হামলার শিকার হলেধ বিধবা মহিলা। অভিযোগ,
গভীর রাতে বিধবা মহিলা যখন বাথরুম যাচ্ছিলেন সেই সময় কেউ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। অ্যাসিড দগ্ধ অবস্থায় রাতেই ওই বিধবা মহিলাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়।।
কিন্তু কারা কি কারণে ওই বিধবা মহিলার উপর
অ্যাসিড হামলা চালালো তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।
অ্যসিড হামলায় জখম মহিলার পরিবার সদস্যদের কথা অনুযায়ী ,বছর দেড়েক আগে দূর্ঘটনায় মহিলার স্বামী মারা যান । তার পর থেকে তিনি শ্বশুড় বাড়িতে শ্বশুড়,শাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে থাকতেন।শনিবার গভীর রাতে শ্বশুর বাড়ির বাথরুম যান । বাথরুম থেকে বেরিয়ে তিনি যখন
ঘরে ঢুকে গ্রিলের দরজা বন্ধ করছিলেন সেই সময়ই হঠাৎ করে তাকে লক্ষ্য করে কেউ অ্যাসিড ছুঁড়ে মারে।।অ্যাসিডে মহিলার মুখ,হাত ও গলা গুরুতর ভাবে দগ্ধ হয়ে যায়।।মহিলার চিৎকারে পরিবার ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরে হয়েছে। কারা ঘটনায় জড়িত তা নিয়ে অনুসন্ধান চলছে ।।