এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৩ জুলাই : হলিউডের চলচিত্র “ওপেনহাইমার” নিয়ে ভারতে প্রতিবাদ হচ্ছে । পরিচালক ক্রিস্টোফার নোলান নির্মিত এই ছবির একটি দৃশ্যে শারীরিক সম্পর্কের সময় ‘ভগবদ গীতা’ পাঠ করার দৃশ্যের বিরোধিতা করা হচ্ছে ।পারমাণবিক বোমা নিয়ে গবেষণাকারী মার্কিন পরমাণু বিজ্ঞানী “ওপেনহাইমার” এর জীবন অবলম্বনে নির্মিত এই ছবিতে হিন্দুদের পবিত্রতম গ্রন্থ ‘ভগবদ গীতা’র প্রসঙ্গ উঠে এসেছে । মার্কিন বিজ্ঞানী জানিয়েছিলেন তিনি ‘ভগবদ গীতা’ থেকে গবেষণার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন । তাই তিনি ওই পবিত্র গ্রন্থটি নিয়মিত অধ্যয়ন করতেন । কিন্তু সিনেমার কিছু দৃশ্যে ‘ভগবদ গীতা’ পাঠের পাশাপাশি অশ্লীল দৃশ্য থাকায় এনিয়ে ভারতে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে ।
সেভ কালচার সেভ ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা ভারত সরকারের তথ্য কর্মকর্তা উদয় মাহুরকার ছবির একটি দৃশ্যের বিরোধিতা করেছেন। তিনি টুইটারে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে চলচ্চিত্র নির্মাতা ও কেন্দ্রীয় বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন । তাঁর অভিযোগ,ওই সিনেমায় হিন্দু ধর্মের ক্ষতি করে এমন দৃশ্য রয়েছে । ছবিতে একটি দৃশ্য রয়েছে যেখানে একজন মহিলা শারীরিক সম্পর্ক করার সময় নায়ককে জোরে ভগবদ্গীতা পাঠ করতে বলেন । প্রেস রিলিজে, তিনি প্রশ্ন তোলেন যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কীভাবে এই দৃশ্যটিকে মুভিতে আনকাট করার অনুমোদন দিয়েছে ? বিষয়টি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জরুরি তদন্ত করা উচিত এবং সংশ্লিষ্টদের কঠোর শাস্তি দেওয়া উচিত বলে দাবি করেছেন তিনি ।
এদিকে ২১ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার পর বিশ্বব্যাপী ভালো ব্যবসা করছে । ভারতেও ছবিটি বেশ প্রশংসিত হয়েছে । সর্বত্র হাউসফুল দেখা যাচ্ছে । ওপেনহেইমার বক্স অফিসে প্রথম দিনে ১৪ কোটির বেশি আয় করেছে বলে জানা গেছে ।।