এইদিন ওয়েবডেস্ক,পোর্ট অফ স্পেন,২৩ জুলাই : শনিবার দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে ৪৩৮ রানের জবাবে পাঁচ উইকেটে হারিয়ে ২২৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ । এখন প্রথম ইনিংসে ২০৯ রানে এগিয়ে ভারত । বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতীয় বোলাররা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের চেপে ধরে । বিশেষ করে নজর কেড়েছেন মুকেশ কুমার । অভিষেক ম্যাচেই তিনি প্রথম টেস্ট উইকেট পেয়েছেন ।
তৃতীয় দিনের খেলা শেষে ক্রিজে ছিলেন অলিক আথানাজ (৩৭) জেসন হোল্ডার (১১)। ভারতীয় বোলাররা পিচ থেকে খুব একটা সাহায্য পাচ্ছিল না । তা সত্ত্বেও রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সিরাজ যথেষ্ট দক্ষতার সাথে বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ওপর চাপ বজায় রেখেছিলেন । ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করা অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট নিয়েছেন অশ্বিন । রবীন্দ্র জাদেজা ৩৬ রানে দুটি উইকেট নেন । একটি করে উইকেট নিয়েছেন সিরাজ ও মুকেশ কুমার । দিনে মুকেশ ৩২ রানে কার্ক ম্যাকেঞ্জির উইকেট নিয়েছেন ।
ভারতের বোলিং কোচ পরস মামব্রে বলেছেন, ‘রবিবার দিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ । সিরাজ এবং মুকেশ দুজনেই বল সুইং করেছে এবং ব্যাটসম্যানদের বিরক্ত করছিল । বেশ কয়েকটি ঘনিষ্ঠ কলও ছিল । আমি মনে করি রবিবারের সকালের প্রথম সেশন এবং এমনকি প্রথম ঘন্টাটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ।’ তিনি ভারতের জয়ের বিষয়ে আশাবাদী ।।