এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২৩ জুলাই : তালিবান ফিরে আসার পর আফগানিস্তানে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা সহ বিভিন্ন দেশ । বিশেষ করে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট(আইএসআইএস) এর উদ্বেগজনকভাবে দ্রুত বৃদ্ধি হচ্ছে আফগানিস্তানে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আফগানিস্তানের শাসন ক্ষমতায় থাকা আর এক সন্ত্রাসী গোষ্ঠী তালিবান । এবার আফগানিস্তানে আইএসআইএসের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ইরান ।
ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এই বিষয়ে বলেছেন যে ইরাক, সিরিয়া এবং লিবিয়ার কিছু অংশ থেকে আইএসআইএসের নেতা এবং দক্ষ বাহিনী গত মাসগুলিতে আফগানিস্তানে গিয়ে ঘাঁটি গেড়েছে ।’ এদিকে প্রত্যাশিতভাবে ইরানের এই দাবি উড়িয়ে দিয়েছে তালিবান । তালিবানের বিদেশ মন্ত্রণালয় একটি বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে ‘অন্যদের উপর দায়িত্বের বোঝা চাপানোর পরিবর্তে ওই দেশগুলির উচিত সীমান্তের নিরাপত্তার বিষয়ে তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ করা ।’
হোসেইন আমির আবদুল্লাহিয়ানের বিবৃতি হল তালিবানের নিয়ন্ত্রণাধীন আফগানিস্তানে আইএসআইএসের উপস্থিতি এবং কার্যকলাপ সম্পর্কিত সর্বশেষ খবর । এর আগে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গত মাসের প্রতিবেদনে আফগানিস্তানে আইএসআইএসের ক্রমবর্ধমান তৎপরতার কথা উল্লেখ করে এই দলটিকে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছিল । কিন্তু যতবারই আইএসআইএস সম্পর্কিত বিষয় উঠে এসেছে, ততবারই তালিবান এই গোষ্ঠীর বিরুদ্ধে গুরুতর লড়াইয়ের কথা বলে এবং তাদের কার্যকলাপের সম্প্রসারণ সম্পর্কিত প্রতিবেদনগুলিকে অপপ্রচার হিসাবে উড়িয়ে দিয়েছে । তবে তালিবান অস্বীকার করলেও বাস্তব পরিস্থিতি ঠিক তার উলটো । বিভিন্ন দেশের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী,তালিবান ফিরে আসার পর থেকেই আফগানিস্তানে ক্রমশ জাঁকিয়ে বসেছে আইএসআইএস,আল-কায়েদার মত বিভিন্ন ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলি । যেকারনে প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে ।।