এইদিন ওয়েবডেস্ক,এথেন্স,২৩ জুলাই : গ্রিসে ভয়াবহ দাবানলে ৩০ হাজারের বেশি পরিবার হোটেল ও বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে । গত মঙ্গলবার(১৮ জুলাই ২০২৩) এই দাবানল শুরু হয় । আজ রবিবার পর্যন্ত তা অব্যাহত রয়েছে । গ্রিসের ইয়োনা কোস্ট গার্ডের মুখপাত্র নিকোস অ্যালেক্সিওর জানিয়েছেন, তাদের জাহাজগুলি দ্বীপের দক্ষিণে কিয়োটারি এবং লারডোসের কাছের সমুদ্র সৈকত থেকে ৩০ টিরও বেশি ব্যক্তিগত নৌকায় কমপক্ষে ২,০০০ জন পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । তিনি আরও জানান, কিউতারি ও গেন্নাদি সমুদ্র সৈকত থেকে পলিমিরি পর্যন্ত প্রায় ৬০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার অভিযান অব্যাহত রয়েছে । তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান গ্রিস সরকারের পক্ষ থেকে এখনো প্রকাশ করা হয়নি ।
গ্রিসে একই ধরনের দাবানল আকছার ঘটে থাকে । সাম্প্রতিক বছরগুলিতে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, গ্রীষ্মকালীন শুষ্ক এবং দমকা হাওয়া দাবানলের মূল কারন । আবহাওয়া বিশেষজ্ঞরা চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বাতাসের তাপমাত্রা অব্যাহত বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন । এবারের দাবানলকে এযাবৎ সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছে গ্রীক দমকল বিভাগ ।।