এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৩ জুলাই : হিন্দু প্রেমিককে বিয়ে করার পর থেকেই বিভিন্নভাবে খুনের হুমকি পাচ্ছেন বাংলাদেশের রাজধানী ঢাকার এক মুসলিম তরুনী । তরুনীর নাম তনভীর আলম খান ঐশি । অভিযোগ, তরুনীর বাপের বাড়ির লোকজনের পাশাপাশি ফেসবুকে বিভিন্ন ভূয়ো অ্যাকাউন্ট থেকে তরুনী এবং তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে । ফলে হামলার আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে ওই পরিবারটিকে।
জানা গেছে,তনভীর আলম খান ঐশির বাপের বাড়ি ঢাকার টঙ্গি গাজিপুর দত্তপাড়া হাজি মার্কেট এলাকায় । পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা হিন্দু যুবক অনিক কুমার বিশ্বাসের সঙ্গে ২০১৮ সাল থেকে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । ২০২১ সালের মে মাসের ১৬ তারিখে তাঁরা রেজিস্টি ম্যারেজ করেন । মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন তনভীর । নিজের নাম পরিবর্তন করে রাখেন জ্যোতি বিশ্বাস ।
জ্যোতি বিশ্বাস বলেন,’বিয়ের এক মাস ঠিকঠাকই ছিল । কিন্তু ২০২১ সালের জুন মাসের ১৬ তারিখে দুপুর প্রায় দেড়টা নাগাদ বাবা,দাদা সহ কয়েকজন আমাদের বাড়িতে আসে । তারা আমাকে হেনস্থা করে । আমাকে মারধর করে । তখন আমার স্বামী বাথরুমে ছিল । আমার স্বামী ফিরে এলে আমার দাদা তাকে লাঠি দিয়ে পেটায় । তারপর শাশুড়ীর চিৎকারে আমার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনরা ছুটে এলে আমার বাপের বাড়ির লোকজন পালিয়ে যায়।’
জানা গেছে,জ্যোতির বাপের বাড়ির লোকজন ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই হৃদরোগ আক্রান্ত হয়ে তাঁর বাবার মৃত্যু হয় । আর তার দায় চাপানো হয় জ্যোতির স্বামী অনিকের উপর । তারপর থেকেই জ্যোতির দাদা গিয়াসউদ্দিন হুমকি দিতে শুরু করে । জ্যোতির অভিযোগ,’আমার আব্বুর যেদিন মৃত্যু হয় সেদিন আমার দাদা গিয়াসউদ্দিন ফোন করে আমার স্বামীকে হুমকি দিয়ে বলে,’তোর জন্য আমি আমার বাপকে হারিয়েছি,সাত দিনের মধ্যে তোর লাশ ফেলবো’। এছাড়া ফেসবুকে বিভিন্নভাবে আমাদের হুমকি দেওয়া হচ্ছে । আমার স্বামীর কাউকে বাঁচিয়ে রাখবে না, স্বামীর মা-বোনকে দাসি করে রাখবে বলে হুমকি দেওয়া হচ্ছে ।’
জ্যোতি বিশ্বাস বলেন,’আমি বিয়ে করার পর থেকেই বাড়ি থেকে বাবা-মা,বউদি,বউদির বউদিরা ফোন করে আমায় ফিরে যাওয়ার জন্য অনেক বোঝায় । আমি যাইনি । থানাতেও আমি বলে এসেছি যে আমি ফিরে যাবো না । পুলিশও আমায় বাবার বাড়ি ফিরে যাওয়ার জন্য অনেকবার বলেছিল । কিন্তু আমি রাজি হইনি । আমি সাফ জানিয়ে দিই, আমি নিজের ইচ্ছায় এসেছি ও আমাকে জোর করেনি, নিজের ইচ্ছায় আমি হিন্দু হয়েছি,আমি আমার স্বামীর কাছেই থাকবো ।’
তিনি আরও বলেন,’বিয়ে করেছি আমরা,সংসার করব আমরা,আমরা ভালো থাকি না খারাপ থাকি এটা কারোর দেখার দরকার নেই ।আমি স্বামীর সাথে সুখেই আছি । আমাদের শান্তিতে থাকতে দেওয়া হোক ।’ জ্যোতি বলেন, ‘বাবার কথা মায়ের কথা মনে পড়ে, তবে কিছু ত্যাগ না করলে তো কিছু পাওয়া যায়না ।’।