এ নগ্নতা নয়, এ রাষ্ট্রের রাজবেশ!!
একটানে তাকে খুলে ফেলি চলো
দেখি কে রুখতে পারে!!
আর কতবার !
আর কতবার নগ্ন করলে শেষ হবে নগ্নতা!
আর কতবার ইতরতা দেখে
চুপ করে বসে থাকা!!
চলতো মা বোনেরা…
আমরা সকলে নগ্ন হয়েই থাকব
কাপড়ের সাথে সখ্যতা ছেড়ে আগুনের মত জ্বলব…
পুড়িয়ে দেব, দেব ছাই করে সব
যত মূর্খতা আশেপাশে
ধেয়ে আসবে !!
মোম হাতে নিয়ে মেকি মৌনতা মানব না
দেখলেই জ্বলে উঠবো….
এ নগ্নতায় পুরুষের শুধু দায় নেই
এ নগ্নতায় স্বার্থের দায় বর্তায়…
মণিপুর তুমি একা একা লড়ছো
এ লড়াই শুধু তোমার নয় গো
সমগ্রতার লড়াই…
কেউ বুঝেও বোঝেনা তাই এ জ্বলন থামেনা
এ পোশাক এখন মণিপুরে শুধু
একদিন যেন
এ নগ্ন পোশাকের বিপ্লব বয়ে যাবে …
দেশের প্রহরীর নিন্দ্রা তখনো
ভাঙবে না মনে হয়!!
শুধু যোনি দ্বারে যাওয়া আসা
এইটুকু শুধু শিখেছো সমাজ
আর কিছু শিখলে না!!!