এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ জুলাই : মনিপুরে দুই মহিলাকে নগ্ন করে প্রকাশ্য রাস্তায় ঘোরানো এবং তাদের ধর্ষণের ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রী বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় । এদিকে প্রায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলায় । মালদার বামোনগোলা থানার পাকুয়াহাট এলাকায় দুই আদিবাসী মহিলাকে প্রকাশ্য দিবালোকে বিবস্ত্র করে জুতো পেটা করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । কিন্তু ওই ঘটনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি । যে কারনে টুইটারে হ্যাশট্যাগ সিজেআই চন্দ্রচূড় ট্রেন্ড চলছে । ইউজার্সরা সিজেআই-এর এই ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।
স্যাফরন সনাতনি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘সিজেআই-এর উচিত ভারতের সুপ্রিম কোর্টকে ভারতের বিরোধী দল হিসাবে ঘোষণা করা । কারণ তিনি সবসময় কংগ্রেস এবং বাম শাসিত রাজ্যে ঘটা অপরাধের ঘটনার প্রতি অন্ধ দৃষ্টি রাখেন ।’
দ্য রাইট ইন্ডিয়ান লিখেছেন,’পশ্চিমবঙ্গে দুই জন আদিবাসী মহিলাকে পুলিশের সামনে পিটিয়ে উলঙ্গ করে দেওয়া হয়েছে । স্থান – মালদা, পশ্চিমবঙ্গ ৷ তারিখ – ১৯ জুলাই ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা ভাদ্রা, সুপ্রিয়া শ্রীনাতে, অরবিন্দ কেজরিওয়াল, স্বাতী মালিওয়াল, সিজেআই চন্দ্রচুড় ইন্ডিয়া অ্যালায়েন্সের কিছু বলার আছে ?’ সিজেআই-এর প্রতি আনন্দ কুমার বিন্দের প্রশ্ন,? ‘এতে আপনার রাগ হয়না ?’
বিজেতা আর্য নামে এই ইউজার্স লিখেছেন, ‘সিজেআই চন্দ্রচূড়কে পদত্যাগ করা উচিত এবং মোদীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, যেহেতু তিনি বিরোধীদের দ্বারা মোহিত হয়ে গেছেন।’
হুইমজি নীরা টুইট করেছেন,’সিজিআই চন্দ্রচূদকে আমার পরামর্শ .. আপনি যদি সুপ্রিম কোর্টে বসে রাজনীতি করতে বেশি আগ্রহী হন … তাহলে পদত্যাগ করা এবং কংগ্রেসে যোগদান করাই ভাল হবে … কারণ এটি তাদের নতুন জোট I.N.D.I.A. তে একজন প্রধানমন্ত্রী প্রার্থীর প্রয়োজন ! তাহলে তখন আমরা আপনার ভন্ডামি বুঝতে পারবো !’ তিনি আরও লিখেছেন,’আমার মনে হয় সিজেআই চন্দ্রচূড় পাপ্পুর ভারত জোড় যাত্রায় যোগদান করার খুব ইচ্ছা ছিল,তিনি তার সাথে হাত মিলিয়ে হাঁটতে চেয়েছিলেন । কিন্তু পরিস্থিতির কথা ভেবে উনি তার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন !’