এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২১ জুলাই : বাংলাদেশের চার রাজাকারের ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল । সাজাপ্রাপ্তদের নাম আব্দুল মান্নান হাওলাদার,আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ও নুরুল আমিন হাওলাদার । তাদের মধ্যে চতুর্থ জন পলাতক । বৃহস্পতিবার ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা ঘোষণার সময় বাকি ৩ জন উপস্থিত ছিল । সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ভান্ডারিয়ার স্থানীয় পশারীবুনিয়া গ্রামে ১৮ জনকে হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে । গত ১৮ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের জন্য ২০ জুলাই দিন ধার্য্য করা হয় । বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় ২২৮ পৃষ্ঠার রায়ের উল্লেখযোগ্য অংশ পড়া শেষ করে ওই চারজনকে ফাঁসির আদেশ দেয় বিচারপতি মোহম্মদ শাহিনুল ইসলামের বেঞ্চ ।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইদুর রহমান জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ প্রমানিত হয়েছে ৷ সেই কারনে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে । পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেন জানান তিনি । আদালত সূত্রে খবর,২০১৯ সালের ১১ সেপ্টেম্বর প্রথমে সাতজনের বিরুদ্ধে চার্জ গঠন করে ট্রাইব্যুনাল। তার মধ্যে ৩ জন মারা যায় । ২০১৬ সালের ১২ এপ্রিল তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ৬ নভেম্বর তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয় । এই মামলায় ১৩ জন সাক্ষী ছিলেন ।।