এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জুলাই : ‘আমরা চেয়ারের পরোয়া করিনা । আমরা চাই দেশ থেকে বিজেপি রাজনৈতিক ভাবে বিদায় নিক । তার কারন বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না । সব সীমা লঙ্ঘন করে দিয়েছে ।’ আজ শুক্রবার কলকাতার ধর্মতলায় ২১ জুলাইয়ের সভামঞ্চে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । পাশাপাশি মনিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনার প্রতিবাদে এদিন ২১ জুলাই মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে ধিক্কার জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি ১ মিনিট নীরবতা পালন করলেন তিনি।
বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন,’বেটি বাঁচানোর শ্লোগান দিয়েছিলেন । বিজেপি কোথায় গেল আপনাদের সেই শ্লোগান । আজ বেটিদের জ্বালিয়ে দিচ্ছেন । মনিপুর জ্বলছে,গোটা দেশ জ্বলছে । বিলকিসের দোষীদের ছেড়ে দেওয়া হল । আপনারা যদি মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করেন তাহলে আগামী নির্বাচনে মহিলারাই আপনাদের ছুড়ে ফেলে দেবে । মনে রাখবেন মেয়েরা আমাদের কাছে দূর্গা-কালী ।’
মুখ্যমন্ত্রী রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বলেন,’বাংলায় এত স্কীম, প্রায় ৬৭ টার মত, আর কোনো রাজ্যে নেই, সারা বিশ্বে নেই এত সামাজিক প্রকল্প । আমরা নাম্বার ওয়ান । তাই আজকে ওরা জ্বলছে আর লুচির মত ফুলছে ।’ রাজ্যে উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেছেন,’আজ নীতি আয়োগ বলছে এক বছরে পশ্চিমবঙ্গে ১১ শতাংশ দারিদ্র কমিয়ে দিয়েছে । আর ১০ বছরের হিসাবে ২৬ শতাংশ । বাংলায় কর্মসংস্থান ৪০ শতাংশ বেড়েছে । আর সারা ভারতে ৪৫ শতাংশ কমেছে ।’
পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা প্রসঙ্গে মমতা ব্যানার্জির বক্তব্য, ‘পঞ্চায়েতে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে । আমরা তার সমর্থন করিনা । রাজ্যে ভোট ঘোষণার পর থেকে এযাবৎ মোট ২৯ জন মারা গেছেন। তার মধ্যে ১৮ জন তৃণমূল কর্মী । সিপিএমের ৩ জন ও বিজেপির ৩ জন খুন হয়েছে । কারা খুন করল ? ৭১ হাজার বুথে নির্বাচন হল,৩ টে জায়গায় গোলমাল হল । একটা ভাঙড়,ওই হাঙরা গন্ডগোল করেছে । একটা ডোমকলে,ওখানে আমরা হেরেছি । একটা গন্ডগোল হয়েছিল চাপড়ায় । আর কোচবিহারে মারা গেছে একজন ।’ পঞ্চায়েত নির্বাচনে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও একজন করে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।।