এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২১ জুলাই : মণিপুরে কুর্মি সম্প্রদায়ের দুই মহিলাকে প্রকাশ্য দিবালোকে নগ্ন করে ঘোরানোর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় গোটা দেশ । এবারে পঞ্চায়েত নির্বাচনের সময় হাওড়ার পাঁচলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) গুণ্ডাদের দ্বারা বিজেপির এক মহিলা প্রার্থীকে নগ্ন করে গ্রাম জুড়ে ঘোরানোর অভিযোগ উঠেছে । এমনকি তাকে মারধর করা হয়, প্রকাশ্যে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । ঘটনাটি গত ৮ জুলাই ঘটেছিল বলে দাবি করা হচ্ছে ।
মনিপুরের ঘটনায় দেশের সব স্তরের মানুষ সেই মধ্যযুগীয় বর্বরোচিত কাজের তীব্র নিন্দায় সরব হয়েছেন । ওই ঘটনায় প্রায় ১০০০ জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর রজু করা হয়েছে । গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন । এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করেছিলেন, ‘মণিপুরে উন্মত্ত জনতার দ্বারা দুই মহিলার সাথে নির্মম আচরণে ভয়ঙ্কর ভিডিওটি দেখে হৃদয় ভেঙ্গে যায় এবং তীব্র ক্রোধের সৃষ্টি হয় । প্রান্তিক নারীদের উপর যে সহিংসতা চালানো হয় তা প্রত্যক্ষ করার বেদনা ও যন্ত্রণা কোন শব্দে প্রকাশ করা যায় না। বর্বরতার এই কাজ বোধগম্য ও মানবতার বাইরে। দুর্বৃত্তদের এই ধরনের অমানবিক কর্মকাণ্ডের নিন্দা ও ভুক্তভোগীদের বিচারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’
এবার হাওড়ার পাঁচলার ঘটনার বিবরণ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিন্দায় সরব হলেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় ইনচার্জ অমিত মালব্য । তিনি মমতা ব্যানার্জির টুইটটি রিটুইট করে লিখেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের কি একটুও লজ্জা আছে? ৮ ই জুলাই, ২০২৩, পঞ্চায়েত ভোটের দিন, হাওড়ার পাঁচলায় একজন গ্রামসভা প্রার্থী, একজন মহিলাকে মারধর করা হয়েছিল, উলঙ্গ করে কুচকাওয়াজ করা হয়েছিল, নবান্ন ঢিল ছোড়া দূরত্বে , এমনকি বিজেপি জোর করা সত্ত্বেও আপনার পুলিশ এফআইআরও নেয়নি ।হেমন্ত রায়, একই গ্রামসভার তৃণমূল প্রার্থী, আলফি শেখ,সুকমল পাঞ্জা, রণবীর পাঞ্জা, সঞ্জু দাস, নূর আলম এবং অন্যান্য ৪০-৫০ জন অপরাধী তাকে নগ্ন করে এলাকায় ঘোরানোর আগে তাকে বুকে আঘাত করে, তার শাড়ি ছিঁড়ে ফেলে এবং তার অন্তর্বাস টেনে ছিঁড়ে দেয় । পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি আইন-শৃঙ্খলা বজায় রাখবেন বলে আশা করা হয়েছিল, পরিবর্তে আপনি অবাধ্যতা বেছে নিয়েছেন… বিশ্বাস করুন, আপনার ভগ্ন হৃদয়, ক্ষোভ এবং ন্যায়বিচারের জন্য ভুয়ো উদ্বেগ ছাড়াই এই বিশ্ব অনেক ভালো জায়গা আছে । আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। বাংলায় ফোকাস করুন….’
মিডিয়া রিপোর্টে জানা গেছে,এই ঘটনায় পাঁচলা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে । অভিযুক্তদের তালিকায় রয়েছে টিএমসি প্রার্থী হেমন্ত রাই, নূর আলম, আলফি শেখ, রণবীর পাঞ্জা সঞ্জু, সুকমল পাঞ্জা সহ আরও অনেক জন । নির্যাতিত মহিলার অভিযোগ,তাকে নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়েছিল । তার শ্লীলতাহানি করা হয়েছিল । আর তার শ্লীলতাহানি করার জন্য প্ররোচিত করেছিল একজন তৃণমূল নেতা ।।