এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২০ জুলাই : মার্কিন বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানের দখল নেয় সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । তারপর থেকে দেশে ইসলামি শরিয়া শাসন লাগু করেছে তারা । একের পর এক ফতোয়ায় আফগান মহিলাদের জীবন কার্যত নরক বানিয়ে দিয়েছে । তবে শুধু মহিলারাই নয়, তালিবানের ফতোয়ার মুখে পড়েছে সেদেশের শিল্পিরাও । বহু আফগান শিল্পি দেশত্যাগ করেছেন । যাদের সামর্থ নেই তাঁরা সংসার চালাতে শিল্পকর্ম ছেড়ে শ্রমিকের কাজ শুরু করে দিয়েছেন । এবারে আফগানিস্থানের সঙ্গীত জগতকে নির্মুল করতে গোটা দেশ জুড়ে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র ধ্বংস করতে শুরু করে দিয়েছে তালিবান জঙ্গিরা ।
তালিবান প্রশাসনের অধীন ভালো ও মন্দের নিষেধাজ্ঞা মন্ত্রক বলেছে যে তারা কাবুল সহ বেশ কয়েকটি প্রদেশে বাদ্যযন্ত্র সংগ্রহ করেছে এবং আগুন লাগিয়ে নষ্ট করে দিয়েছে । এনিয়ে বুধবার ওই মন্ত্রক থেকে একটি বিবৃতিও জারি করা হয় । তাতে লেখা হয়েছে,এই বাদ্যযন্ত্রগুলি সঙ্গীতের মাধ্যমে দুর্নীতির প্রচার করতে ব্যবহৃত হয়েছিল । তাই শরিয়ার আইন অনুসারে সেগুলি পুড়িয়ে ফেলা হয়েছে । মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে এসব বাদ্যযন্ত্র সামগ্রী সংগ্রহ করা হয়েছে । উল্লেখ্য,তালিবানের ফিরে আসার সাথে সাথেই নাগরিকদের সামাজিক জীবনে অনেক বিধিনিষেধ আরোপ করেছে । যেকারণে সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে ।।