এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ এপ্রিল : রাজ্যে সিএএ লাগু করা হবে বলে জানালেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ৷ শনিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের দলীয় প্রার্থী কলিতা মাঝির সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি ঘোষণা করেন, ‘এরাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মতুয়া ও নমশূদ্রদের এদেশে সম্মানের সঙ্গে বসবাস করার অধিকার দেওয়া হবে । দিদি যত বিরোধই করুন না কেন বিজেপি এরাজ্যে সিএএ লাগু করবে ।’ পাশাপাশি অমিত শাহ দাবি করেন, একমাত্র বিজেপি অনুপ্রবেশ বন্ধ করতে পারে । তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা মে মাসের ২ তারিখে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় নিয়ে আসুন তারপর দেখবেন মানুষ তো কোন ছাড় একটা পাখিও সীমানার ওপার থেকে এরাজ্যে ঢুকতে পারবে না ।’
এদিনের জনসভায় ঢালাও উন্নয়নের প্রতিশ্রুতির কথা শুনতে পাওয়া যায় অমিত শাহের গলায় । তিনি জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মেয়েদের কেজি থেকে পোস্ট গ্রাজ্যুয়েট পর্যন্ত পড়াশোনার খরচ রাজ্য সরকার বহন করবে । বাস-ট্রেনে যাতায়তের জন্য মেয়েদের কোনও ভাড়া দিতে হবে না । এছাড়া এলাকার মেধাবী পড়ুয়ারা যাতে ডাক্তারি পড়াশোনা করতে পারে তার জন্য জেলায় একটি মেডিকেল কলেজ কথা ঘোষণা করেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী । ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জলের ব্যাবস্থা,সপ্তম বেতন কমিশন লাগু করা ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের জন্য এলাকার সড়ক পথ নির্মানসহ একাধিক প্রতিশ্রুতি দেন অমিত শাহ।
এছাড়াও এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে অমিত শাহ বলেন, ‘সম্প্রতি এখানে রাহুলবাবা এসেছিলেন । পুরো নির্বাচন চলে গেল তারপর ওনার দর্শন মিললো । উনি নাকি বিজেপির ডিএনএ নিয়ে প্রশ্ন তুলেছেন শুনলাম । রাহুলবাবু আপনি প্রথমে ইতালির সংস্কার ত্যাগ করুন তারপর ভারতের ডিএনএ বুঝতে পারবেন ।’ এরপর তিনি বলেন, ‘কিন্তু আমি আপনাকে বিজেপির ডিএনএ বলছি । আমাদের ডিএনএর ‘ডি’ এর মানে ডেভেলাপমেন্ট । ‘এন’-এর মানে ন্যাশ্যালালিজম বা রাষ্ট্রবাদ । আর ‘এ’ এর মানে আত্মনির্ভর ভারত । এটাই হল ভারতীয় জনতা পার্টির ডিএনএ ।’
পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অমিত শাহ বলেন, ‘বাংলায় তিন প্রকার নাগরিক থাকেন । এক, অনুপ্রবেশকারী । যারা দিদির প্রাণাধিক প্রিয় । দ্বিতীয় প্রকার হল আমাদের মত সাধারন মানুষ । যারা দ্বিতীয় শ্রেনীর নাগরিকের মত বসবাস করেন । দূর্গাপূজো, সরস্বতী পূজা করতে গেলে অনুমতি দেওয়া হয় না । উৎসবের আয়োজন করতে গেলেও আদালতের দ্বারস্থ হতে হয় । আর তৃতীয় প্রকার মানুষ হলেন শরনার্থীরা । যারা আজও নাগরিকত্ব পাননি ।’ এরপর তিনি বলেন, ‘এই কাটমানি বালা সরকার,সিণ্ডিকেট বালা সরকার,তোষণকারী সরকারকে বিদায় করুন আর বিজেপিকে ২০০-র বেশি আসনে জিতিয়ে ক্ষমতায় আনুন ।’
এদিন উপস্থিত জনতার উদ্দেশ্যে অমিত শাহ বার্তা দেন,”আপনারা পদ্মফুলের বোতাম তো অবশ্যই টিপবেন । কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, ইভিএমের বোতাম টেপার সময় ক্রোধের প্রকাশ এমনভাবে ঘটাবেন যাতে আপনারা আউশগ্রামে বোতাম টিপলে ওদিকে কলকাতায় দিদির ক্যারেন্ট লাগে ।” শনিবার আউশগ্রামের বনদপ্তরের মাঠে দলীয় প্রার্থী কলিতা মাঝির সমর্থনে একটি নির্বাচনী জনসভার আয়োজন করেছিল বিজেপি । ওই সভায় মুখ্য বক্তা ছিলেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান-দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়াসহ অনান্যরা।।