শুধু গানের নয় কথাদেরও তাল কাটে
নিশুতি রাতে.…
সহবাসে কিংবা সম্প্রদানে ;
কাকুতি মিনতি করে প্রেমে জ্বাল দেওয়া নয়…
ভালোবাসা নয় অমানবিক;
কার্নিশে রক্তে ভেজা পাথর
এরা ভয় পায়
দুটো শব্দ বাদ দিয়ে আমি তাকে টাইম পাসের কথা বলি
কিন্তু মানুষের তো খিদে পায়
মন, ভালবাসা, প্রেম
এগুলো অস্বীকার করার ক্ষমতা নেই তার,,
এমন কোনো সম্পর্কই নেই যেখানে কোনো বিবেচনা ছাড়াই সবটা খুলে দেওয়া যায়
নির্জনতায় নিজের জন্মখন্ডকে
সম্পর্ক, মন, প্রেম, ভালোবাসার শরীর তৈরি করে দেয়
মায়াময় পৃথিবী
নিজের মতন গড়ে তোলে প্রতিটি জীবকে
সে তার ওপরে ঈশ্বর ছাড়া আর কারো নাম লেখেনি
সে ভয় পায়.…
পৃথিবীতে আমরাও তো পরজীবী ।