প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ এপ্রিল : সিপিএম ও বিজেপি জোট বেধেছে। ওরা ইট পাটকেল মেরে আমায় ঘায়েল করে দেওয়ার পরিকল্পনা করেছে । তাই আত্মরক্ষার জন্য মাথায় হেলমেট পরে বুথে বুথে পরিদর্শনে যেতে হচ্ছে বলে শনিবার জানালেন মন্তেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। যদিও মন্তেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী সৈকত পাঁজা বলেন ,পরাজয়ের ভয়ে তৃণমূল প্রার্থী নাটক করছেন ।
পঞ্চম দফার ভোট শুরুর কিছু সময় বাদ মন্তেশ্বর বিধানসভার গলাতুন প্রাথমিক বিদ্যালয়ের ৪০ ও ৪১ নম্বর বুথে পরিদর্শনে যান সিদ্দিকুল্লাহ চৌধুরী। বুথ পরিদর্শন সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সিপিএম ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । তিনি অভিযোগে বলেন ,এদিন সকালে ৪০ ও ৪১ নম্বর বুথে মগ পোলের সময়ে সিপিএম ও বিজেপির লোকজন জোট বেধে তৃণমূলের কোনও প্রতিনিধিকে বুধে ঢুকতে দেয়নি । তারা তৃণমূলের চার কর্মী অরুপ চক্রবর্তী ,বাপ্পাদিত্য রায় , জিয়ারুল শেখ ও নুরুল শেখ কে মারধোর করে আহত করেছে । অরুপ চক্রবর্তীর হাত মারাত্মক ভাবে মচকে দেওয়া হয়েছে।সম্ভবত অরুপের হাত ভেঙে গিয়েছে ।সিদ্দিকুল্লাহ চৌধুরী আরও বলেন , ঘটনার কথা জানার পরেই তিনি পুলিশে খবর দেন। তা সত্ত্বেও প্রথমে উত্তেজনা নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে অতিরিক্ত ফোর্স বুথে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মন্তেশ্বর বিধানসভায় গোটা ভোট প্রক্রিয়া শান্তিতে সম্পন্ন হবে কিনা জানি না । সিপিএম ও বিজেপির কর্মীরা এখন জোট বেধেছে । ওরা ইট পাটকেল ছুড়ে আমা ঘায়েল করে দেওয়ার পরিকল্পনা করেছে । তাই আত্মরক্ষার জন্য মাথায় হেলমেট পরে বুথে বুথে পরিদর্শনে যেতে হচ্ছে বলে সিদ্দিকুল্লাহ চৌধুরী অভিযোগ করেন ।।