এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৯ জুলাই : প্রেম করার অপরাধে প্রকাশ্যে দুই ব্যক্তিকে বেত্রাঘাতের সাজা দিল সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে ওই দুই ব্যক্তিকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয় । তালিবানের উচ্চ আদালতের নির্দেশে দু’জনকেই চাবুক দিয়ে ৩০ বার করে পিটিয়েছে তালিবানের জঙ্গিরা । সেই দৃশ্য দেখার জন্য তখন তালিবানের আমন্ত্রণে উপস্থিত ছিল হাজার খানেক মানুষ । শুধু বেত্রাঘাতই নয়,ওই ব্যক্তিদের এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে ।
তালিবানরা গত বছরের ডিসেম্বর থেকে জনসমক্ষে বেত্রাঘাতের সাজা দিতে শুরু করেছে । বিভিন্ন অপরাধের জন্য এযাবৎ অভিযুক্ত শত শত মানুষ তালিবানের ওই অমানবিক সাজার শিকার হয়েছে । এদিকে তালিবানের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো । যদিও তালিবানরা শরিয়া আইনের বাহানা দেখিয়ে এই রায়গুলোকে ন্যায্যতা দিয়েছে ।
মানবাধিকার সংস্থাগুলি জনসমক্ষে বেত্রাঘাতকে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হিসাবে তীব্রভাবে নিন্দা করে বলেছে যে এই প্রকার সাজা ন্যায়বিচার, মর্যাদা এবং সমতার নীতির পরিপন্থী। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী,২০২২ সালের নভেম্বর থেকে তালিবানরা বিভিন্ন অপরাধের অভিযোগে প্রায় ৩০০ জনকে জনসমক্ষে বেত্রাঘাত করেছে ।।

