এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ জুলাই : মঙ্গলবার বেঙ্গালুরুতে যখন বিপক্ষ দলগুলি ইন্ডিয়া (Indian National Developmental Inclusive Alliance) নামে জোট গঠনে ব্যস্ত,এদিকে তখন দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল এনডিএ জোটের বৈঠক । সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের লোক জনশক্তি পার্টির সভাপতি তথা রাম বিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসোয়ান । বৈঠকে চিরাগকে উষ্ণভাবে আলিঙ্গন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেই মুহুর্তের কয়েকটি ছবি পোস্ট করে নিজের টুইটার হ্যান্ডেলে চিরাগ পাসওয়ান টুইট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে আলিঙ্গন করে ভালোবাসা ও সম্মান দেওয়ার জন্য আমি আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ পাশাপাশি চিরাগ পাসওয়ান বলেছেন যে আজকের এনডিএ বৈঠকে সমস্ত নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উৎসাহের সাথে সমর্থন করেছিলেন । আমি ও আমার দল প্রধানমন্ত্রীকে সমর্থন করব ।’
এদিকে লোকসভা নির্বাচনের ঠিক মুখেই বিহারের লোক জনশক্তি পার্টি এনডিএ জোটে সামিল হওয়ায় বিহারে বিজেপির জোট অনেকটাই শক্তিশালী হল । মঙ্গলবার এনডিএ জোটের বৈঠকে চিরাগ পাসওয়ানকে আলিঙ্গন করে প্রধানমন্ত্রী মোদী বিহারের জনগণকে সবচেয়ে বড় বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে । এখন চিরাগ পাসওয়ান নাকি তার কাকা পশুপতি পারসকে বিহারের হাজিপুরের লোকসভায় টিকিট দেওয়া হয় সেটাই দেখার ।।

