এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ জুলাই : দিল্লিতে প্রকাশ্য দিবালোকে ২৫ বছরের এক যুবককে গলা কাটার পর ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল যুবকের প্রেমিকার বাবা ও দুই ভাই । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির জাফরাবাদ থানার (Jaffrabad police station) চৌহান বাঙ্গার এলাকায় । মৃত যুবকের নাম সালমান(Salman) । তার বাড়ি দিল্লির ব্রহ্মপুরীর ৭ নম্বর গলিতে । ঘাতকরা হল সালমানের প্রেমিকার বাবা মঞ্জুর (Manzoor), মহসিন (Mohsin) ও এক নাবালক ভাই । তারা তিনজনেই এলাকা থেকে চম্পট দিয়েছে । পুলিশ তাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে ।
জানা গেছে,দিল্লির ব্রহ্মপুরীর ৭ নম্বর গলির বাসিন্দা আস মোহাম্মদ ও সায়রা বানুর ৮ ছেলে ও ২ মেয়ের মধ্যে বড় সালমান । অবিবাহিত সালমান একটি জিন্স কারখানার মালিক ছিলেন । কল্যাণ সিনেমা স্ট্রিট এলাকার বাসিন্দা মঞ্জুরের মেয়ের সঙ্গে বিগত ২ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল সালমানের । কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেনি মঞ্জুর ও তার পরিবার । তার জেরে সালমান সোমবার বিকেল পাঁচটার দিকে যখন মোটরসাইকেলে করে চৌহান বাঙ্গার এলাকার কল্যাণ সিনেমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন মঞ্জুর ও তার দুই ছেলে তার পথ আটকায় । সালমান কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে তার গলার শ্বাসনালী কেটে দেয় মঞ্জুর ।সালমান বাইক থেকে নিচে পড়ে গেলে তিনজন মিলে তাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের । তার মৃত্যু নিশ্চিত হতেই চম্পট দেয় ঘাতকরা । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের বান্ধবী । পুলিশ আসা পর্যন্ত তাকে সেখানেই বসে থাকতে দেখা যায় ।
এদিকে ওই নৃশংস খুনের ঘটনা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় । আশপাশে তখন লোকজন থাকলেও ওই যুবককে বাঁচাতে এগিয়ে আসতে দেখা যায়নি । পুলিশ খুনের ধারায় তিন ঘাতকের বিরুদ্ধে এফ আই আর রজু করেছে ।।

