এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৮ জুলাই : জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোটের সিন্ধরা এলাকায় বন্দুক যুদ্ধে খতম হয়েছে ৪ পাকিস্তানি সন্ত্রাসবাদী । সোমবার রাতভর নিরাপত্তাবাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলে । আজ শেষ পর্যন্ত আজ মঙ্গলবার সকালে ৪ সন্ত্রাসবাদী নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয় । তবে খতম সন্ত্রাসীদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি । আরও সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা জানতে গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা, রাষ্ট্রীয় রাইফেলস ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনি । জানা গেছে, সোমবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এলাকায ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করে । তখনই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা । পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও । অবশেষে এদিন সকালে ৪ সন্ত্রাসী নিকেশ হয় ।।

