এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১৭ জুলাই : হাওড়ায় পাঁচলার বিডিওকে কালো গোলাপ ও মিষ্টি দিয়ে ‘ভোট লুট’-এর শুভেচ্ছা জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ সোমবার দলীয় কর্মীদের সঙ্গে পাঁচলার বিডিও অফিসে যান শুভেন্দু । তবে সেই সময় বিডিও ঈশা ঘোষ সেই সময় বিডিও অফিসে ছিলেন না । তিনি জয়েন্ট বিডিওর হাতে একটা কালো গোলাপ ফুল ও এক প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বলেন,’এটা বিডিওকে দেবেন । এত ভালো ভোট করেছেন । তাই বিডিওকে কালো গোলাপ আর মিষ্টিটা বিডিওকে দেবেন৷ গোটা রাজ্য জুড়ে ভোট লুট করে গনতন্ত্রকে সুরক্ষিত করেছেন,এজন্য ফুল আর মিষ্টি দিয়ে গেলাম । এটা মহামানবীকে (বিডিও) দিয়ে দেবেন ।’
পরে বিডিও অফিসের ঠিক সামনে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন,’কালো গোলাপ আর মিষ্টি দিয়ে গেলাম । আমি আসছি শুনে বিডিও ঈশা ঘোষ পালিয়েছেন ।’ পাশাপাশি তিনি রাজ্যের জেলাগুলির বিজেপি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গের সব বিডিওদের মিষ্টি আর ফুল দেওয়ার জন্য বলছি । এত সুন্দর গননা করে মমতাময়ী নির্মমতাকে গননার দিন সব ভোট লুট করে উপহার দিয়েছে চৌর্য্যবৃত্তির সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের বিডিওরা । আজ আমি এটা শুরু করে দিলাম,এবার পশ্চিমবঙ্গের যে পারে করবে । শান্তিপূর্ণ ভাবে বিডিওদের হাতে একটা করে ফুল আর এক প্যাকেট করে মিষ্টি দেবেন । মিষ্টি না পাওয়া গেলে নকুলদানা আর বাতাসাও দিতে পারেন।’
নিজের সোশ্যাল মিডিয়া পেজে শুভেন্দু অধিকারী লিখেছেন,’আবারো ভোট পরবর্তী হিংসা । এ কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি। এ এক অচেনা পশ্চিমবঙ্গ। ভোট এলেই হিংসা। হাওড়ার পাঁচলা থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে বিজেপি কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করে তৃণমূলের গুন্ডারা সব লুটপাঠ করে নিয়ে গিয়েছে। আমরা এ কোন সভ্য সমাজের বাসিন্দা ? জনগণের ট্যাক্স এর টাকায় পুলিশ প্রশাসনের মাইনে হয়, তাদের কাজই হলো সাধারণ মানুষকে দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক রং না দেখে নিরাপত্তা দেওয়া। আজ আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে ও কিছু সাহায্য পৌঁছে দিতে গেছিলাম । কিছুজনকে বাড়িতে পৌঁছে দিলাম। পরে পাঁচলা থানার ওসি মফিজুল ইসলামের সাথে দেখা করি। এবং বিজেপি কর্মীদের নিরাপত্তা ও বাড়িতে ঢোকানোর জন্য অনুরোধ জানাই। উনি আমাকে আশ্বস্ত করেছেন। নিরাপত্তা সুনিশ্চিত না হলে আগামীদিনে আবারো পাঁচলা থানায় উপস্থিত হবো। মমতা ব্যানার্জি ও তার প্রশাসনের বিরুদ্ধে বিজেপির লড়াই চলবে। এক ইঞ্চি ও মাটি তোলামুলকে ছাড়া হবে না ।’।