এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ জুলাই : ফের বিতর্কে এবারের পঞ্চায়েত নির্বাচন । এবারে পূর্ব বর্ধমান জেলার ভাতারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছাপ্পা ভোট দেওয়ার একটা ভিডিও । দাবি করা হচ্ছে এটি ভাতার ব্লকের বলগোনা পঞ্চায়েতের ভাটাকুল গ্রামের ৭০ নম্বর বুথের ঘটনা । কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব দাবি করেছেন, শুধু ৭০ নম্বর নয়, পাশাপাশি ৬৯ নম্বর বুথেও দেদার ছাপ্পা দিয়েছে শাসকদলের কর্মীরা, তাই ওই দুই বুথেই পুন:নির্বাচন করাতে হবে । যদিও ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
প্রসঙ্গত,ভোটের দিন ভাটাকুল গ্রামের ৬৯, এবং ৭০ নম্বর বুথেও ব্যাপক অশান্তি হয়েছিল । বেশ কিছু লোকজন বুথের মধ্যে ঢুকে পড়লে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । অশান্তির জেরে ভোটগ্রহন বন্ধ হয়ে যায় । যেটুকু সময় ভোট হয়েছিল তার ফলাফলে দেখা যায় ৬৯ নম্বর বুথে তৃণমূল প্রার্থী জালালউদ্দিন শেখ পেয়েছেন ২০১ টি ভোট। কংগ্রেস প্রার্থী শেখ সাহজাহানের প্রাপ্ত ভোট ১৪৬ টি ভোট। অপরদিকে ৭০ নম্বর বুথে তৃণমূল প্রার্থী আলাউদ্দিন শেখের প্রাপ্ত ভোট ২৭৬ টি । কংগ্রেস প্রার্থী শেখ তোয়েব পেয়েছেন ১৪২ টি ভোট। দুটি বুথেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছেন ।
আজ সোমবার সকালে ভাতার ব্লক কংগ্রেসের সভাপতি তপন কুমার সামন্ত ছাপ্পা ভোট দেওয়ার একটা ভিডিও স্থানীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাবি করেন যে ঘটনাটি ভাটাকুল গ্রামের ৭০ নম্বর বুথের । ভাটাকুল গ্রামের ওই দুই বুথে পুন:নির্বাচন না করানো নিয়ে ভাতারের ব্লক প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । যদিও পরে নিজের বক্তব্যগুলি ডিলিট করেন দেন তিনি ।
এদিকে তার আগেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় । বিভিন্ন মহল থেকে এবারের পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে ।
ভাতার ব্লক কংগ্রেসের আহ্বায়ক টুটু মুন্সি বলেন, ‘শাসকদলের লোকজন ভোট লুট করে জিতেছে এটা তারই প্রমাণ। ওই বুথ দুটিতে পুন:র্নির্বাচনের দাবিতে আমরা প্রশাসনের কাছে চিঠি দিচ্ছি। ভিডিওতে যাদের ছাপ্পা দিতে দেখা যাচ্ছে তাদের প্রত্যেককেই আমরা চিনি ।’ যদিও ভিডিওটি আদপেই ভাতার এলাকার কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস । তিনি বলেছেন, ভিডিওটির সত্যতা যাচাই করতে হবে । কোন দলের লোকেরা ছাপ্পা দিয়েছে তা চিহ্নিত করতে হবে । শুধু শুধু মিথ্যা কথা বলে তৃণমূলের নামে দোষ চাপিয়ে দেওয়া উচিত নয় ৷ যারা ভিডিও ভাইরাল করেছে তারা যুক্তি দিয়ে বুঝিয়ে দিক যে এটা ভাটাকুল গ্রামেরই ঘটনা এবং কোন দল ছাপ্পা দিয়েছে ।’ পাশাপাশি তিনি ভাইরাল ভিডিওটির বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন ।।