সংসারের স্বচ্ছলতা আসে টাকার গুণে
রান্না খাওয়া যায় না অতিরিক্ত নুনে।
বিপথে কামাই যদি ভালো ভাবে হয়
টাকায় সম্মান পাবে জানিহ নিশ্চয়।
সৎ ভাবে কম টাকা উপার্জন হলে
সংসার টেনেটুনে অনটনে চলে।
সবজির বাজারেতে লেগেছে আগুন
একশত টাকা কিলো বাজারে বেগুন।
লঙ্কা সিন্দুকে থাকে বাইরে টাকা রয়
বাজারে এমন দশা কোন পাপে হয়।
সবজির বাজারে চলছে লঙ্কাকাণ্ড
জোর যার মুলুক তার রাজাই ভণ্ড।
শিল্পের শ্রাদ্ধের আসরে বাজে সানাই
ধর্মের ধ্বজা উড়ে কি আনন্দ ভাই।
চারিদিকে হাহাকার কাজ বাজ নাই
রাজা মন্ত্রীরা সফর করছে দুবাই।
একদিকে গরিবের পেটে নাই ভাত
তার উপরে চলছে ট্যাক্সের উৎপাত।
চুপচাপ মেনে নাও না হলে বিপদ
ভোটে জিতে নেতা মন্ত্রী নিয়েছে শপথ।
ধর্মগ্রন্থ ছুঁয়ে ওরা মিথ্যা কথা বলে
ওরা বড় অভিনেতা যেওনকো ভুলে।
তোমার ভোটেই ওরা সিংহাসন পায়
সিংহাসনে বসে গিয়ে রক্ত চুষে খায়।
গাড়ি বাড়ি অট্টালিকা ভালই কামাই
শ্বশুর বাড়িতে এরা সুন্দর জামাই।
ছেলেপুলে ঘরবাড়ি সংসার স্বচ্ছল
তোমার ভোটে জিতেছে তুমিই অচল।
দু নম্বরি কামাইয়াছে অঢেল টাকা
যত কেস্ কামারি তা পয়সায় ঢাকা।
সাধারণের ভোটে তারা রাজত্ব পায়
সাধারনকে’ই তারা লুটে’পুটে খায়।
বল বল বল মা গো কি উপায় বলো
বিদেশের টাকা গুলো, গরীব কি পেলো।
গ্যাসের দাম আজ মধ্যবিত্তের বাইরে
এমন সোনার বাংলা কোত্থাও নাইরে।
কথা শেষে উলু দেবে, প্রণাম করিবে
নিজ নিজ ভুখা পেটে ঘুমিয়ে পড়িবে ।।