দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৬ জুলাই : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে সিপিএম কর্মীকে খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের নাম নাজির মোল্লা এবং জয়নাল আবেদিন । তারা আউশগ্রামের অমরপুর অঞ্চলের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা । এর আগে জালালউদ্দিন মোল্লা ও শেখ আবুল হোসেন নামে দুই অভিযুক্তকে গতসপ্তাহে গ্রেফতার করা হয় । কিন্তু খুনের ঘটনায় মূল অভিযুক্ত আবদুল লালনসহ কয়েকজন এখনো অধরা । ফলে এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার ও সিপিএম নেতৃত্ব । তাদের অভিযোগ,তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা হওয়ার কারনে আবদুল লালনকে গ্রেফতারের বিষয়ে পুলিশের মধ্যে কোনো উৎসাহ দেখা যাচ্ছে না ।
প্রসঙ্গত,আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে এবারের পঞ্চায়েত ভোটের ভোটকেন্দ্র করা হয়েছিল । ভোটের আগের দিন ওই স্কুল চত্বরে সিপিএম ও তৃণমূলের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষে উভয়পক্ষের মোট ৫ জন আহত হয় । তার মধ্যে শেখ রাজিবুল(৩৬) নামে ওই সিপিএম কর্মীর মাথায় গুরুতর আঘাত লাগে । ভোটের দিন সকালে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।
জানা গেছে,এই ঘটনায় নিহতের ভাই শেখ আজাহারউদ্দিন মোট ১৯ জনের বিরুদ্ধে আউশগ্রাম থানায় এফআইআর রজু করেন । অভিযুক্তদের মধ্যে রয়েছে গেরাই গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী ও স্থানীয় তৃণমূল নেতা আবদুল লালন, অমরপুর পঞ্চায়েতের তৃণমূলের বিদায়ী প্রধান এবাদত শেখ, অমরপুর অঞ্চল তৃণমূল সভাপতি গোলাম মোল্লা । অভিযোগের ভিত্তিতে আউশগ্রাম থানার পুলিশ প্রথমে অভিযুক্তদের মধ্যে জালালউদ্দিন ও শেখ আবুল হোসেন প্রথমে গ্রেফতার করা হয় । শনিবার রাতে আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ । আজ রবিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে দু’জনকেই পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে । পুলিশ জানিয়েছে,বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।।