এইদিন স্পোর্টস নিউজ,১৬ জুলাই : ভারতের মুসলিমরা বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান দলকে সমর্থন করবে বলে দাবি করলেন প্রাক্তন পাকিস্তানি বোলার নাভেদ-উল-হাসান ওরফে রানা নাভেদ (Rana Naved) । পাকিস্তানি ইউটিউবার নাদির আলি প্রাক্তন পাকিস্তানি ডান-হাতি পেসার রানা নাভেদের সাক্ষাৎকার নিচ্ছিলেন । নাদির তাঁকে প্রশ্ন করেন,’আসন্ন ২০২৩ বিশ্বকাপের খেলায় কোন দল ফেভারিট হিসাবে শুরু করবে এবং পাকিস্তান কতটা সমর্থন পাবে ভারতে ?’ এর উত্তরে রানা নাভেদ বলেন,’ভারতে বিপুল মুসলিম জনগোষ্ঠী আছে । তারা পাকিস্তানকে সমর্থন করবে ।’ এই প্রতিক্রিয়ায় নাদির আলি বিস্ময় প্রকাশ করলে রানা নাভেদ বলেন,’অবশ্যই । আমি দুই সিরিজ খেলেছি- আমেদাবাদ,হায়দ্রাবাদে । আমরা ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) খেলেছি । সেই সময় ভারতীয় মুসলিমদের ভালো সমর্থন পেয়েছি আমরা ।’
সাক্ষাৎকারের ভিডিওটি পাকিস্তান আনটোল্ড শেয়ার করে টুইট করেছে,’ভারতীয় মুসলমানরা সবসময় ক্রিকেটে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছে এবং সবসময়ই করবে”- প্রাক্তন পাক ক্রিকেটার রানা নাভেদ । তার মানে ‘রানা’ প্রমাণ যে তার পূর্বপুরুষরা মাহমুদ গজনভীর সেনাবাহিনীর সাথে এসেছিলেন এবং ১,০০০ বছর ধরে হিন্দুদের শাসন করেছিলেন ।’
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটের এই প্রকার মন্তব্যে বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন । বেন ইন্ডিয়ান বোট ৪ নামে এক ইউজার্স লিখেছেন, ‘ভারতীয় মুসলমান এখানে নীরব কেন ? সর্বত্র তারা এসে চিৎকার করে ? আর এখন নিশ্চুপ । কেন? তোমরা কি জন্য ভিত? তোমরা কি চিন্তিত যে তোমাদের ভারতকে পতনের ভীরু পরিকল্পনা ফাঁস হয়ে যাবে ? একজন মানুষ হও এবং বেরিয়ে এসে তোমার মতামত প্রকাশ করো কাপুরুষের দল।’
আনকমন ম্যান নামে এক ইউজার্স লিখেছেন,’তিনি নতুন কিছু বলেননি; তিনি ভারতীয় মুসলিমদের চেনেন কারণ তিনি তাদের মধ্যে অন্যতম । এমন কেউ আছে যারা স্বভাবতই তাদের অস্তিত্ব নিয়ে অসুস্থ যেখানে তারা সর্বদা লজ্জিত বোধ করে; কারণ তাদের পূর্বপুরুষরা তলোয়ারের ধারে মৃত্যুর ভয়ে ধর্মান্তরিত হয়েছিল ! সাহসীরা হিন্দুই থেকে গেছে ।’ প্রফুল্ল গমরে লিখেছেন,’এর অনুমান ধর্ম নিয়েই দুনিয়াটা চলে । প্রায় প্রতিটি পাকিস্তানির এই মানসিকতার মধ্যে রয়েছে । পাকিস্তানের মতো উগ্রপন্থী দেশ আর নেই।’
প্রসঙ্গত,এবারের একদিনের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত । অক্টোবর এবং নভেম্বরের মধ্যে বিশ্বকাপের খেলাগুলি হবে । প্রতিটি দল অন্তত একবার অন্য দলের মুখোমুখি হবে কারণ রাউন্ড- রবিন বিন্যাসে খেলা হবে । প্রতিটি দলের জন্য নয়টি খেলার পর সর্বোচ্চ স্কোর সহ চারটি দল সেমি ফাইনালে পৌঁছবে । এই টুর্নামেন্টে ১০ টি দল খেলবে, যার মধ্যে আটটি ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে । সেই ৮ টি দেশ হল ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং আফগানিস্তান । ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল, ওমানের মধ্যে বাছাইপর্বের ম্যাচের পর বাকি দুটি স্থান পূরণ করা হবে । ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান ।।