এইদিন ওয়েবডেস্ক,গড়বেতা(পশ্চিম মেদিনীপুর), ১৬ জুলাই : বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে এক দলিত যুবকের মুখে জনৈক বিজেপি সমর্থকের প্রস্রাব করার ঘটনায় সরগরম হয়ে উঠেছিল গোটা দেশ । যদিও অভিযুক্তের বিরুদ্ধে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কড়া পদক্ষেপ নিয়েছেন । এসসি/এসটি আইনসহ একাধিক ধারার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) প্রয়োগ করে পুলিশ । শুধু তাইই নয়,নিজের বাসভবনে ওই দলিত যুবককে ডেকে তার পা ধুয়ে সম্মান জানিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী । এবারে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক বিজেপি কর্মীকে জোর করে প্রস্রাব পান করানোর অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ।
প্রহৃত বিজেপি কর্মীর বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । ওই ভিডিওতে আহত বিজেপি কর্মীকে কাঁদতে কাঁদতে বলতে শোনা গেছে,’কয়েকজন তৃণমূল কর্মী আমাকে গাছের ঢাল দিয়ে ব্যাপক মারধর করে । আমি মাটিতে পড়ে যাই । তখন ওরা আমায় জিজ্ঞাসা করে ‘জল খাবি ?’ আমি বলি ‘হ্যাঁ, খাবো ।’ তখন ওরা একটা প্লাস্টিকের গ্লাসে প্রস্রাব করে আমার মুখে জোর করে ঢেলে দেয় ।’ আহত ব্যক্তি ক্যামেরার সামনে কয়েকজন তৃণমূল কর্মীর নামও জানান ।
এই ঘটনার প্রতিবাদে সুকান্ত মজুমদার পোস্ট করেছেন,’তৃণমূল মধ্যযুগীয় বর্বরতার সীমা অতিক্রম করেছে। গড়বেতা ১ নম্বর ব্লকের ৭ নম্বর বেনাচাপড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খুনবেড়িয়া গ্রামে পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পরে গত ১৩ ই জুলাই বিজেপির পোলিং এজেন্ট বরুণ রুইদাসকে তৃণমূলের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে চারজন তৃণমূলের দুষ্কৃতি ব্যাপকভাবে মারধর করে এরপর জল চাইলে তার মুখে প্রস্রাব করে দেয়। বরুণ রুইদাস বিজেপির পক্ষ থেকে খুনবেড়িয়া ৭৫ নম্বর বুথের ভুলে এজেন্ট ছিলেন। এই বুথে তৃণমুল দখল করার পরেই বরুণ রুইদাসের উপরে চড়াও হয়।’
তিনি আরও লিখেছেন,’বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই ঘৃন্য ঘটনার সাথে যুক্ত প্রত্যেক তৃণমূলী দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যদি দোষীরা শাস্তি না পায় তাহলে বিজেপি বৃহত্তর আন্দোলনের পথে নামবে । বামফ্রন্টের সন্ত্রাসের সংস্কৃতি বহন করে চলেছে তৃণমূল। ধিক্কার !’