এইদিন ওয়েবডেস্ক,মোগাদিশু,১৬ জুলাই : সোমালিয়ায় সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-শাবাবের দ্বারা রাস্তায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে অন্তত ৮ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে । নিহতরা একই পরিবারের সদস্য । ঘটনাটি ঘটেছে গত রবিবার গভীর রাতে সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ২২০ কিলোমিটার উত্তরে অবস্থিত বুলোবার্ডের বাইরের একটি গ্রামের কাছে । বুলবুর্দে মেয়র সাদাম আবদি ইডো সাংবাদিকদের বলেছেন,’সন্ত্রাসীরা একই পরিবারের আটজন নিরীহ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে একজন মহিলা ।’ তিনি আরও বলেন,’আল-শাবাব সন্ত্রাসীরা এই অঞ্চলে চলমান সামরিক অভিযানে পরাজিত হওয়ার পর মাইনটি পুঁতে রেখেছিল । এই সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই নেই ।’ সোমালি সামরিক কমান্ডার আহমেদ আলী বলেন, ‘সোমালিয়া সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের সময় সন্ত্রাসীরা পরাজিত হয়েছিল এবং তারা বেসামরিক মানুষের উপর তাদের প্রতিশোধ নিয়েছে। তারা বেসামরিক লোকদের দ্বারা ব্যবহৃত প্রধান সড়কের পাশে একটি ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল ।’ প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই সাতজন নিহত হন, আর একজন পরে মারা যান ।
প্রসঙ্গত,কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল- কায়েদার শাখা সংগঠন আল-শাবাব ২০০৭ সাল থেকে মোগাদিশুতে বিদেশী-সমর্থিত সরকারকে উৎখাত করার চেষ্টা করছে । ওই সন্ত্রাসবাদী সংগঠনটি নিয়মিত ব্যবধানে সোমালিয়ায় নাশকতা চালিয়ে আসছে । ২০১১ সালে মোগাদিশু থেকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাতে শুরু করে আল-শাবাব । গত আগস্টে আফ্রিকান ইউনিয়ন এবং মার্কিন বিমান বাহিনী যৌথভাবে ওই সন্ত্রাসবাদী গোষ্ঠীর উপর মারাত্মক অভিযান চালায় । তার পরেও আল- শাবাবের অস্তিত্ব এখনো রয়ে গেছে দেশটিতে ।।