নিজস্ব প্রতিনিধি,কাটোয়া ও কালনা,১৬ এপ্রিল ঃ ‘৪৪ বছর ধরে শুধু কেন্দ্র সরকারের বিরোধিতা করে গেল এরাজ্য ।’ শুক্রবার ভাতারে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে নাম না করে রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকার ও বর্তমান তৃণমূল সরকারকে এই ভাষাতেই বিঁধলেন চিত্রতারকা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । তিনি বলেন, ‘এর আগে ৩৪ বছর ধরে কেন্দ্রের বিরোধিতা করে গেছে এরাজ্য । তারপরে আমিও একটা আশা নিয়ে তৃণমূলে গিয়েছিলাম । ভেবেছিলাম রাজ্যের দাবি আদায়ের জন্য আমিও পার্লামেন্টে গিয়ে সরব হব । কিন্তু সেখানে গিয়ে দেখলাম আরও দশ বছর ওনারাও বিরোধিতা করে গেলেন । একটা রাজ্য যদি কেন্দ্রের বিরোধিতা করে ৪৪ টা বছর কাটিয়ে দেয় তাহলে সেই রাজ্যেই হবেটা কি ? কিচ্ছু পাবেন না তাঁরা । তাই দিল্লির সঙ্গে এরাজ্যেও বিজেপির সরকার দরকার । কারন এখানকার বিজেপির ভালো করার জন্য দিল্লির বিজেপিকে ভালো করতেই হবে ।’
এদিন ভাতারের বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোঁয়ারের সমর্থনে জনসভায় যোগ দিতে আসেন মিঠুন চক্রবর্তী ৷ ভাতার এমপি হাইস্কুল মাঠে আয়োজিত ওই জনসভা ছিল ভিড়ে ঠাসা । এদিনের সভায় শীতলকুচির প্রসঙ্গ তুলে উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, ‘কারোর কোনও উস্কানিতে পা দেবেন না । এই উস্কানিতে পড়েই পাঁচটা মায়ের কোল খালি হয়ে গেল।’ তারপর নাম না করে রাজ্যের শাসকদলের নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের নীতি ভালো হলে আপনারা ভোটে লড়ে জিতুন । আমাদের নীতি ভালো হলে আমরা জিতব । এসব মারামারি,হিংসা করে কি লাভ ?’
সেই সঙ্গে তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কোনও দাঙ্গা হবে না । কোনও হিংসা হবে না । কোনও সন্ত্রাস হবে না । কিন্তু তার পরেও কেউ যদি ঝামেলা করে ভাবেন ভিন রাজ্যে চলে যাবো । তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে ২-৩ মাস পর ফিরে আসব । তবে তাদের বলে রাখি, আমার নাম মিঠুন চক্রবর্তী । চাঁদে লুকিয়ে থাকলে সেখান থেকে টেনে আনব ।’ তিনি বলেন, ‘আমরা শান্তি চাই । পশ্চিমবঙ্গ যাতে একটা উদাহরন হয় আমরা সেই পশ্চিমবঙ্গ গড়ে তুলবো ।’
পাশাপাশি তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলেন, ‘এখানে অনেক মুসলিম ভাইবোনেরা আছেন । তাঁদের কেউ কেউ বলেন বিজেপি এলে সন্ত্রাস হবে । এতদিন তো হয়ে গেল কোথায় দেখেছেন বিজেপি সন্ত্রাস করেছে ? স্বাধীনতার ৭৪ বছর হয়ে গেল । বিজেপি মাত্র ১৩ বছর আছে । তাহলে বাকি ৬০ বছরে মুসলমান সম্প্রদায়ের ভালো হল না কেন ? কারন ওরা চায়না আপনারা লেখাপড়া করুন । ওরা চায়না আপনাদের ভালো হোক । আপনাদের ভালো হলে ওদের আর ভোট দেবেন না । তাই ওরা আপনাদের বিজেপির ভয় দেখাচ্ছে ।’
এদিন একাধিক প্রতিশ্রুতি দেন মিঠুন চক্রবর্তী । তিনি জানান,জেলা হাসপাতালের সাধারন ও প্রসূতি বিভাগের ওয়ার্ডগুলিকে বাতানুকুল করা হবে । মা বোনেদের বাসে সরকারি খরচায় যাতায়তের ব্যাবস্থা করা হবে । মেয়েদের প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষার যাবতীয় খরচ বহন করবে তাঁদের সরকার । বিধবা মহিলাদের জন্য মাসে ৩ হাজার টাকা করে পেনশন চালু হবে । মেয়েদের ১৮ বছর বয়স হলেই ব্যাঙ্ক খাতায় ২ লাখ টাকা করে জমা করবে সরকার । কৃষান সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের বাৎসরিক ৬ হাজার টাকা করে তিন বছরের এককালীন ১৮ হাজার টাকা দেওয়া হবে । ভাগচাষীও ৪ হাজার টাকা করে কেন্দ্রীয় অনুদান পাবেন বলে জানান মিঠুন চক্রবর্তী ।
ভাতারের জনসভার আগে এদিন কাটোয়ার বিজেপি প্রার্থী শ্যামা মজুমদারের সমর্থনে কাটোয়া শহরে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। কাটোয়ার পানুহাটে তার হেলিকপ্টার নামার পর গাড়িতে চড়ে আরএমসি মার্কেটের সামনে আসেন মিঠুন । তারপর শুরু হয় রোড শো । কাটোয়া রেলগেট পেড়িয়ে এসে রোড শো শেষ হয়। প্রায় ৪০ মিনিট দলীয় প্রার্থী শ্যামা মজুমদারকে সঙ্গে নিয়ে রোড শো করেন মিঠুন চক্রবর্তী।তারপর পূ্রস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রাজীব কুমার ভৌমিকের সমর্থনে জনসভা করেন কালনা ১ ব্লকের কাঁকুড়িয়া ফুটবল মাঠে ।