এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৫ জুলাই : ক্ষমতায় ফেরার পর আফগান মেয়েদের জন্য স্কুলের দরজা বন্ধ করে দিয়েছে সন্ত্রাসী সংগঠন তালিবান । মেয়েদের জন্য জারি করেছে একের পর এক ফতোয়া । এবারে তালিবানের কোপের মুখে পড়েছে আফগানি কবি ও লেখকরা । আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের প্রখ্যাত কবি ও লেখক হাসিব আহরারিকে গ্রেফতার করে অজানা কারাগারে পাঠিয়েছে তালিবান । গ্রেফতারির ৪৫ দিন অতিবাহিত হলেও হাসিব আহরারির কোনো হদিশ করতে পারেনি তাঁর পরিবার । মার্কিন সংস্থা ফ্রিডম নাউ শুক্রবার তালেবানকে অবিলম্বে হাসিব আহরারিকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছে । সংগঠনটি বলেছে যে আহরারি নামে পাঞ্জশিরের এক কবিকে তালিবানরা অন্যায়ভাবে ৪৫ দিন ধরে আটকে রেখেছে । তাঁর গ্রেফতারিকে আফগানিস্তানের সুশীল সমাজের উপর ক্রমাগত দমন-পীড়নের প্রতিফলন বলে অবিহিত করেছে ওই মার্কিন সংস্থাটি ।
জানা গেছে,হাসিব আহরারিকে গত বৃহস্পতিবার (৭ জুন ২০২৩) কাবুল শহরের কোটাল খায়েরখানে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় । যদিও তালিবান তাকে গ্রেফতারের কারণ সম্পর্কে কিছু জানায়নি । কিছুদিন আগে আহরারিরের স্ত্রী সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন যে হাজার অনুরোধ সত্ত্বেও তালিবান তাঁর স্বামীকে মুক্তি দেয়নি ।।