শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),১৪ জুলাই : পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস ও ব্যাপক ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলি । এমনকি ভোট গননায় কারচুপিরও অভিযোগ ওঠে । পূর্ব বর্ধমান জেলাতেও এর ব্যাতিক্রম হয়নি । পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-২ ব্লকের নীলমনি ব্রহ্মচারী ইন্সটিউশনে গননার সময় স্থানীয় কারিকরপাড়ার ১৬৫ নম্বর বুথ নিয়ে বিস্তর জলঘোলা হয় । শেষ পর্যন্ত ওই বুথের সিপিএম প্রার্থী মারিয়া বিবি শেখকে মাত্র ৩ ভোটে পরাজিত ঘোষণা করা হয় । কিন্তু আজ শুক্রবার সকাল নাগাদ পাটুলি কৃষাণমান্ডির পাশে একটি ঝোপ থেকে ১৫ টি ব্যালট পেপার উদ্ধার হয়। ওই ব্যালট পেপারগুলো ১৬৫ নম্বর বুথেরই । আর ১৫টি ব্যালট পেপারেই মারিয়া বিবির নামের পাশে কাস্তে হাতুরি প্রতীকে ছাপ দেওয়া দেখতে পাওয়া গেছে । এমনকি ব্যালটগুলিতে প্রিসাইডিং অফিসারেরও স্বাক্ষরও আছে বলে দাবি সিপিএমের । ফলে ভোট গননার দিন তৃণমূল কংগ্রেসের কারচুপি নিয়ে ফের একবার সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা ।
সিপিএম নেতৃত্বের বক্তব্য শুনুন 👇
এদিন ওই ব্যালটগুলি নিয়ে সাংবাদিক বৈঠক করেন সিপিএমের প্রাক্তন বিধায়ক প্রদীপ সাহা । তাঁর অভিযোগ, গননার সময় নিশ্চিত পরাজয় দেখে তৃণমূলের লোকজন ওই ব্যালটগুলি চুপিসারে সরিয়ে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল । এইভাবে কারচুপি করে আমাদের প্রার্থীকে ৩ ভোটে হারানো হয়েছে । তিনি বলেন,’নির্বাচন কমিশনের কাছে এনিয়ে আমরা অভিযোগ জানাবো । প্রয়োজন হাইকোর্টে যাবো ।’ সিপিএম প্রার্থী মারিয়া বিবির অভিযোগ, ‘অন্যায়ভাবে আমাকে হারানো হয়েছে । আমি ন্যায়বিচার চাই ।’ যদিও শাসকদল বা প্রশাসনের তরফ থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।