এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৪ জুলাই : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, চলতি বছরের ১৪ আগস্ট বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে এবং তিনি পদত্যাগ করবেন । পাকিস্তানি মিডিয়ার কাছে শরিফ বলেন,দেশের নির্বাচন কমিশন অক্টোবর বা নভেম্বরে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করবে। শরীফের বক্তব্য অনুযায়ী, সময়সীমার আগে বর্তমান জাতীয় কাউন্সিল ভেঙ্গে দেওয়ার ইচ্ছা তার নেই।ক্ষমতাসীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোটের প্রধান মাওলানা ফজল-উর-রহমানের সঙ্গে বৈঠকের একদিন পর শরিফের এই বক্তব্য প্রকাশ্যে এল ।
খবরে বলা হয়েছে, এই বৈঠকে ডেমোক্রেটিক পার্টির প্রধান বিধানসভা ভেঙে দেওয়া এবং নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন । এদিকে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে,শাহবাজ শরিফ আরও বলেছেন যে যিনিই পরবর্তী সরকার গঠন করবেন তাকে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত । উল্লেখ্য, শাহবাজ শরীফ গত বছরের এপ্রিলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন । তাঁর সময়কালে ভয়াবহ আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান । যেকারণে দেশ জুড়ে তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে ।।