দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১২ জুলাই : বিগত ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় সিপিএম সেভাবে ভালো ফল করতে না পারলেও এবারে তারা যথেষ্ট ভালো ফল করেছে । কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই জয়ী সিপিএম প্রার্থীদের মধ্যে শিবির বদলের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে । এবার এই প্রবণতা দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । আজ বুধবার কাটোয়ার শ্রীখণ্ড পঞ্চায়েতে তিন জয়ী সিপিএম প্রার্থী আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন । তাঁরা হলেন গাঙ্গুলিডাঙার ৫ নম্বর আসনে সিপিএম জয়ী প্রার্থী ইউসূফ শেখ ,৪ নম্বর আসনে জয়ী প্রার্থী মনোতারা বিবি এবং ৩ নম্বর আসনে জয়ী কদরবানু বিবি । এছাড়া বাননাগরা গ্রামের ১৯ নম্বর সংসদে জয়ী নির্দল প্রার্থী তনুশ্রী মণ্ডলও এদিন শাসক শিবিরে যোগ দিয়েছেন । কাটোয়া স্টেশন বাজার তৃণমূলের কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ।
কাটোয়ার শ্রীখণ্ড পঞ্চায়েতে মোট আসন ২০ টি । তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছে ১১ টি, ৫ টি বিজেপি, ১ টি নির্দল এবং ৩ টি সিপিএম । কিন্তু ৩ জন জয়ী প্রার্থীই তৃণমূলে যোগ দেওয়ায় বর্তমানে শ্রীখণ্ড পঞ্চায়েতে সিপিএমের আসন শুন্য । এই বিষয়ে সিপিএমের রাজ্য কমিটির সদস্য অচিন্ত মল্লিক দাবি করেন,তাঁদের জয়ী প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল । তাই নিজের নিজের পরিবারকে বাঁচাতেই ওই তিন জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দিতে বাধ্য হয়েছেন । যদিও সিপিএম প্রার্থী কদরবানু বিবির স্বামী বাবুলাল শেখের কথায়,’আমরা তৃণমূলেরই কর্মী ছিলাম । তৃণমূলের বিরুদ্ধে আমরা দাঁড়াইনি । প্রার্থীর বিরুদ্ধে সিপিএমের টিকিটে দাঁড়িয়েছি ।’ অন্যদিকে নির্দল প্রার্থী তনুশ্রী মণ্ডলের বক্তব্য,’গ্রামের মানুষের উন্নয়নের স্বার্থেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি ।’।