এইদিন ওয়েবডেস্ক,লাহোর,১২ জুলাই : পাকিস্তানের লাহোরের ইন্দ্রুন ভাটিগেট এলাকায় একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ১০ সদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর প্রায় আড়াইটা নাগাদ বাড়ির রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের পর গোটা বাড়িতে আগুন ধরে যায় বলে জানা গেছে । নিহতদের মধ্যে একজন পুরুষ, তার স্ত্রী ও ছয় শিশুসহ আরও দুই মহিলা রয়েছেন। শিশুদের মধ্যে একজনের বয়স ৭ মাস । শুধুমাত্র পরিবারের একজন সদস্য ভবন থেকে লাফিয়ে কোনোভাবে প্রাণে বেঁচে গেছেন । মৃতদের মধ্যে বাড়ির কর্তা আদিল হোসেন, তার স্ত্রী সায়রা বানু, তার চার সন্তান ফারজানা, আমবার,গাজাল ও ফাতিমা এই কয়েকজনের পরিচয় জানা সম্ভব হয়েছে । বাকিদের শরীর আগুনে পুড়ে এতটাই বিকৃত হয়ে গেছে তাদের পরিচয় জানা যায়নি । বেঁচে যাওয়া ব্যক্তি হলেন আদিল হোসের বাবা ।
রেসকিউ ১১২২ দ্বারা প্রকাশিত বিবৃতি অনুসারে, তারা এদিন ভোর রাত ২.৩২ নাগাদ অগ্নিকাণ্ডের খবর পায় । এরপর ৩৩ জন উদ্ধারকারী স্বেচ্ছাসেবক এবং ১১ টি গাড়ি দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় । লাহোরের ইন্দ্রুন ভাটিগেট এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে,পরে গোটা বাড়িটিকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা ।
আদিল হোসের বাবা জিও নিউজকে বলেছেন, তার ছেলে আদিল ফোন করে সাহায্য চেয়েছিল । তবে দমকলবাহিনী যখন লোকজন নিয়ে বাড়ি পৌঁছায়, ততক্ষণে সবকিছুই পুড়ে শেষ হয়ে যায় ।।