এইদিন ওয়েবডেস্ক,১২ জুলাই : এবারের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা দেখেছে রাজ্যবাসী । কোনো এক অজানা কারনে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমত কাজে লাগায়নি বলে অভিযোগ । ফলে নামমাত্র পুলিশ কর্মীদের ভরসায় বুথে বুথে ভোট করানো হয়েছে । অনেক স্পর্শ কাতর বুথেও মাত্র একজন করে পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছিল । এমনই এক পুলিশ কর্মী নিজের অসহায় অবস্থার কথা ফেসবুক লাইভে বর্ণনা করেছিলেন গত শনিবার পঞ্চায়েতের ভোট শেষের পর । সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে । কলকাতা পুলিশের ওই কনস্টেবলকে হাত জোড় করে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে প্রার্থনা করতে শোনা যায়,’সরকারের কাছে আমি একটাই অনুরোধ করব,পঞ্চায়েত ভোট বন্ধ করে দিন । ইন্ডিয়ান আইডল,সারেগামাপা-এর মত অনলাইন ভোট করার সিদ্ধান্ত নিন । এই রক্তের খেলা বন্ধ করুন, প্লিজ । ভারত সরকার, মমতাদিদি সকলকে অনুরোধ করছি,এই রক্তের খেলা বন্ধ করুন ।’ তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এইদিন ।
ভিডিওতে ওই ব্যক্তি বলেছেন,’আমি কলকাতা পুলিশের কনস্টেবল, ৫৮০৩, আমার নাম সুকান্ত পাল । আমি পূর্ব মেদিনীপুর, রামচক গোপালচকের ৩১ নম্বর বুথে ডিউটি করছি । আমাদের এখানে ভোট সাড়ে ৫ টা পৌনে ৬ নাগাদ শেষ হয়ে গেছে । আমাদের সমস্ত কাজ শেষ হয়ে গেছে । এখানে প্রচন্ড হারে গন্ডগোল হচ্ছে । পাশের বুথে ব্যালট বাক্স বের করে দুষ্কৃতকারীরা প্রস্রাব করে দিয়েছে । অনেক বুথে আগুন লাগিয়ে দিয়েছে । পোস্টাল ব্যালটে আগুন লাগিয়ে দিয়েছে । আমরা এখানে প্রিসাইডিং ও পোলিং অফিসার সহ ৬ জন আছি । শুধুমাত্র আমি একাই কনস্টেবল । আমরা সেক্টর অফিসার থেকে শুরু করে বিভাগের যতজন আছেন তাদের সবাইকেই ফোন করেছি, কিন্তু কোনো সহযোগিতা পাইনি । আমাদের মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে । ভোটকর্মী আর কনস্টেবলরাই শুধু বলির পাঁঠা । আর আপনারা যারা অফিসার, তারা ৫-৭ টা করে ফোর্স নিয়ে ঘুরছেন ।’
তিনি বলেন,’আমাদের দেখার জন্য কেউ নেই । পুরো এলাকা আমাদের ঘিরে ফেলেছে । আমরা দরজা বন্ধ করে ভিতরে বসে আছি । কিছুক্ষণ আগে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল । এখন বাইরে থেকে তালা মেরে আমাদের আটকে রাখা হয়েছে । কোনো ডিপার্টমেন্ট আমাদের সহযোগিতা করছে না ।’
তাঁর অভিযোগ, ‘অথচ নির্বাচন কমিশন বলেছে এত এত সেন্ট্রাল ফোর্স এসেছে । সেন্ট্রালবাহিনী তো দুরের কথা,আমি ছাড়া কোনো সিভিক পুলিশ পর্যন্ত নেই । শুধু কিছু সাধারণ মানুষের সহযোগিতায় প্রাণ রক্ষা করে কোনো রকমে বেঁচে আছি ।’
কান্না জড়ানো গলায় তিনি বলেন,’হুঁজুর,এই জীবনে আমি মানুষ রূপে জন্মগ্রহণ করে ভুল করেছি ? ‘ ঘরে বন্দী বাকিদের দিকে মোবাইল ক্যামেরা ঘুরিয়ে তিনি বলেন,’দেখুন, এরা কি অন্যায় করেছে?’
ভিডিওতে একজনকে বেঞ্চের উপর শুয়ে থাকতে এবং আরও দু’তিন জনকে আতঙ্কিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । ওই কনস্টেবল বলেন,’এই ভদ্রলোক একজন প্রিসাইডিং অফিসার,না খেয়ে সকাল থেকে মড়ার মত পড়ে আছেন । ৫ ঘন্টা ধরে আমরা ফোন করছি কিন্তু প্রশাসনের কোনো সহযোগিতাই আমরা পাচ্ছি না । আমরা ভিতর থেকে খিল দিয়ে প্রাণ ভয়ে বসে আছি । আমি তো দূর্গাঠাকুর নই যে একটা অস্ত্র দিয়ে ১০,০০০ লোকের সঙ্গে যুদ্ধ করব । তিন দিন ধরে আমার না খাওয়া দাওয়া হয়েছে,না ঘুম হয়েছে । নিজে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো জানি না, আমার শরীরে আর ব্যালেন্স নেই ।’
এরপর তিনি হাত জোড় করে বলেন,’সরকারের কাছে আমি একটাই অনুরোধ করব,পঞ্চায়েত ভোট বন্ধ করে দিন । ইন্ডিয়ান আইডল,সারেগামাপা-এর মত অনলাইন ভোট করার সিদ্ধান্ত নিন । এই রক্তের খেলা বন্ধ করুন, প্লিজ । ভারত সরকার, মমতাদিদি সকলকে অনুরোধ করছি,এই রক্তের খেলা বন্ধ করুন ।’।