প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ এপ্রিল : ভোটের দুদিন আগে তিন তৃণমূল কর্মীর ঘরের সামনে ফেলে যাওয়া বোমা উদ্ধার করলো পুলিশ। ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার
সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর বর্ধমানের অদূরের জ্যোতিপল্লী গ্রামে। বোমা কারা ফেলে গেল তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর চললেও গ্রামবাসীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ।
বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের গাংপুর রেলগেট সংলগ্ন গ্রাম জ্যোতিপল্লী । গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন হালদার বলেন, এদিন বৃহস্পতিবার সকালে নাতিদের সঙ্গে নিয়ে তিনি ঘরের দরজার কাছে বসে ছিলেন । তখনই ঘরের কাছে তিনি বোম পড়ে থাকতে দেখেন। অপর গ্রামবাসী বাবলু বিশ্বাস,নারায়ণ বিশ্বাসরা বলেন , বাড়ির সামনে বোমাগুলি পড়ে থাকতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন । গ্রামের অন্য বাসিন্দারা বলেন ,যে তিন জনের বাড়ির সামনে বোমা পড়েছিল তারা সবাই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী । তাদের মধ্যে একজন দলের অঞ্চল সহ-সভাপতি অন্য দু’জন দলেরই কর্মী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বোমা গুলি উদ্ধার করে ।
ঘটনার বিষয়ে তৃণমূল নেতা তথা বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায় বলেন,’বিজেপি বাইরে থেকে লোক জন এনে এলাকা সন্ত্রস্ত করতে চাইছে। ।মনেহয় তারাই বেছেবেছে তৃণমূল কর্মীদের বাড়ির সামনে বোমা রেখেদিয়ে অশান্তি সৃষ্টি করতে চাইছে। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ায় দাবি করেছেন উপপ্রধান’ । যদিও বিজেপির বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাধাকান্ত রায় বলেন ,’বিজেপি বোমা বারুদ নিয়ে রাজনীতি করে না । আমরা চাই পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক।’।