এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১২ জুলাই : পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার রাতেও রক্ত ঝড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে । ভোট লুটের অভিযোগ ঘিরে আইএসএফ-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা । মুড়িমুড়কির মত বোমা পড়ে । চলে গোলাগুলি । পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে । অন্যদিকে আইএসএফ সমর্থকদের অভিযোগ আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের বাহিনী পুলিশের পোশাক পরে দেদার বোমাবাজি করেছে । এই ঘটনায় দুই আইএসএফ কর্মী সহ তিনজনের মৃত্যু হয়েছে এবং দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে ।
জানা গেছে,ভাঙড়-২ ব্লকের গননাকেন্দ্র করা হয়েছিল কাঁঠালিয়া স্কুলে । মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির গননা শেষে জেলা পরিষদের আসনের ভোট গণনা চলছিল । ব্লকের ৩ টি আসনের মধ্যে একটি করে আসন আইএসএফ ও তৃণমূল জিতে যায় । বাকি একটা আসনে গননা নিয়েই দু’দলের বিবাদের সূত্রপাত । স্থানীয় সূত্রে খবর,তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ ভোট লুটের অভিযোগ তুললে রাত্রি প্রায় বারোটা নাগাদ তুমুল সংঘর্ষ বেধে যায় । শুরু হয় মুহুর্মুহু বোমাবাজি ৷ চলে গুলি । সেই সময় এক পুলিশ আধিকারিকের গায়ে গুলি লাগে । তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন আরও এক পুলিশকর্মী । শেষে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।।