এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১১ জুলাই : গ্রাম পঞ্চায়েতে পূর্ব বর্ধমান জেলায় দ্বিতীয় স্থান দখল করল সিপিএম । তৃতীয় স্থানে বিজেপি । মাত্র ৪ টি আসন পেল কংগ্রেস । পূর্ব বর্ধমান জেলায় গ্রাম পঞ্চায়েতে আসন রয়েছে মোট ৪০১০ টি । ভোট হয়েছে ৪০০৯ টি আসনে । নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার রাত্রি ৯ টা পর্যন্ত গননা শেষে তৃণমূল কংগ্রেস জিতেছে ১৫৩০ টি আসনে এবং এগিয়ে রয়েছে ৬৯৮ টিতে । সিপিএম জিতেছে ১৫৮ টিতে, এগিয়ে ৮৫ টি আসনে । বিজেপি জয়ী হয়েছে ৯৮ টি আসনে এবং এগিয়ে ৭০ টিতে । মাত্র ৪ টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জাতীয় কংগ্রেসকে । কংগ্রেসের থেকে ভালো ফল করেছে নির্দল প্রার্থীরা । ২২ জন নির্দল প্রার্থী জয়লাভ করেছে এবং ৪ টিতে এগিয়ে আছে ।।