এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,১১ জুলাই : আজ মঙ্গলবার নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলের কাছে নিখোঁজ হওয়া পাঁচ মেক্সিকান নাগরিকসহ ছয়জনকে বহনকারী একটি বেসরকারি বাণিজ্যিক হেলিকপ্টার দেশটির পূর্বাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে । দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন । নিহত ছয়জনের মৃতদেহ কাঠমান্ডুতে আনা হয়েছে । নিহতদের মধ্যে রয়েছেন পাইলট চেত বাহাদুর গুরুং। এছাড়াও মেক্সিকান যাত্রীদের মধ্যে সিফান্টাস জি. ফারান্দো, গঞ্জালেজ আরবিক, গনজালেজ ওলাসিও লুজ, সিফুন্টাস জি. মারিয়া জোস এবং রিনকন স্মাইল রয়েছেন । ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল এভিয়েশন অফিসের জেনারেল ম্যানেজার প্রতাপ বাবু তিওয়ারি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় মৃতদেহগুলি কাঠমান্ডুতে আনা হয়েছে ।
এদিন সকাল ১০.০৫ কল সাইন ৯ এন এএমভি হেলিকপ্টারটি নেপালের সোলুখুম্বুর জেলার সুরকে বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে । হেলিকপ্টারটি সকাল ১০.১৩ নাগাদ লুকলা টাওয়ারের সাথে শেষ যোগাযোগ করেছিল, তার পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । পরে লিখুপিকে পল্লী পৌরসভা-৫ এর লামজুরা এলাকা থেকে দুর্ঘটনায় খবর পাওয়া যায়। স্থানীয়রা বিধ্বস্ত হেলিকপ্টারটির খবর প্রশাসনকে জানায় । বিধ্বস্ত হেলিকপ্টারটির নেপালি পাইলটসহ পাঁচ মেক্সিকান যাত্রীর সকলেরই মৃত্যু হয় ।।