দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১০ জুলাই : বেপরোয়া গতিতে চারচাকা গাড়ি চালাতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়লেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের সাব রেজিষ্টার আফিফুল হক । দূর্ঘটনায় সাব রেজিষ্টার ছাড়াও জখম হয়েছে ৩ শিশু । আজ সোমবার সকাল সাড়ে নটা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের খাঁজি বাসস্ট্যাণ্ডের কাছে বাদশাহী রোডে । আহত শিশুদের নাম রিমা পারভিন(৯), শেখ রোহন (৮) ও সুফিয়ান রহমান (৭) । সাব রেজিষ্টার সহ ৪ জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে শেখ রোহনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর,এদিন সকালে নিজেই গাড়ি চালিয়ে বাদশাহী রোড ধরে ফুঁটিসাকোর দিকে যাচ্ছিলেন সাব রেজিষ্টার আফিফুল হক । গাড়িটি প্রচণ্ড গতিতে চালানো হচ্ছিল বলে অভিযোগ । কেতুগ্রামের খাঁজি বাসস্ট্যাণ্ডের কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাদশাহী রোডের পাশে ভাদু শেখ নামে জনৈক এক ব্যক্তির ভাঙাচোরা দোকানে ঢুকে পড়ে । ওই দোকানের সামনে তখন দাঁড় করানো ছিল একটি মোটর ভ্যান । ঠিক তার পাশেই খেলা করছিল তিন শিশু । গাড়িটি উড়ে এসে ওই ভ্যানের উপর পড়লে ভ্যানটি উলটে যায় । ফলে ভ্যান ও গাড়ির তলায় চাপা পড়ে যায় তিন শিশু । স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের কোনো রকমে উদ্ধার করে ।
জানা গেছে,এই দূর্ঘটনায় তিন শিশু ও সাব রেজিষ্টার জখম হয় । আহতদের উদ্ধার করে প্রথমে কান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় সকলকেই বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছে । পুলিশ সাব রেজিষ্টারের চারচাকা গাড়িটি আটক করেছে । বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই এই দূর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ঘটনার প্রত্যক্ষদর্শীদের । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।।