এইদিন ওয়েবডেস্ক,গান্ধীনগর,১০ জুলাই : রাজ্যসভা নির্বাচনের জন্য গুজরাটের গান্ধীনগরের বিজেপির প্রার্থী হিসাবে আজ সোমবার মনোনয়ন জমা দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর । উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী সিআর পাটিল, মন্ত্রিসভার সদস্য ও বিজেপির অনান্য নেতারা । গুজরাট থেকে দ্বিতীয়বার রাজ্যসভায় যাবেন এস জয়শঙ্কর ।মনোনয়ন জমা দেওয়ার পর এস জয়শঙ্কর বলেন, ‘প্রথমে আমি প্রধানমন্ত্রী মোদী, বিজেপি নেতৃত্ব এবং গুজরাটের জনগণ এবং বিধায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই । আবার গুজরাট থেকে প্রতিনিধি হওয়ার সুযোগ পেয়েছি । দেশের উন্নয়নে অংশীদার হওয়ার সুযোগ রয়েছে । গুজরাটের সঙ্গে যুক্ত হওয়া আমার সৌভাগ্য । গুজরাট একটি মডেল রাজ্য ।’
গুজরাটের রাজ্যসভায় মোট ১১ টি আসন রয়েছে যেখানে বিজেপির রয়েছে ৮ টি আসন এবং কংগ্রেসের ৩ টি আসন । বিজেপির ৮ জন রাজ্যসভা সাংসদের মধ্যে রয়েছেন রামভাই মোকারিয়া, রমিলাবেন বারা, নরহরি আমিন, পরশোত্তম রুপালা, মনসুখ মান্ডাভিয়া, এস. জয়শঙ্কর, দীনেশ চন্দ্র আনাবাদিয়া এবং যুগলজি ঠাকুর। কংগ্রেসের তিন রাজ্যসভার সাংসদের মধ্যে রয়েছেন শক্তিসিংহ গোহিল, অমি ইয়াগনিক এবং নারান রথা । তাঁদের মধ্যে তিনজন বিজেপি সাংসদ দীনেশ আনাভাদিয়া, জুগালমজি ঠাকুর এবং এস জয়শঙ্করের মেয়াদ আগামী ১৮ আগস্ট শেষ হচ্ছে । ২৪ জুলাই রাজ্যসভার ১০ টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে । ১৩ জুলাই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ । ২৪ জুলাই নির্বাচন শেষ হওয়ার পর বিকেল ৫ টায় ভোট গণনা করা হবে । গুজরাটের ৩ টি রাজ্যসভার আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে ওইদিন । বিজেপির অন্য দুটি রাজ্যসভা আসনের প্রার্থীদের নাম আগামী ১১ অথবা ১২ জুলাই ঘোষণা করা হবে বলে জানা গেছে ।।