এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১০ জুলাই : মধ্যপ্রদেশে এক দলিত শ্রমিকের মুখে প্রস্রাবের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ । অবশ্য কড়া পদক্ষেপ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । অভিযুক্তের বাড়িতে বুলডোজার চলিয়ে অবৈধ নির্মান ভাঙার পাশাপাশি অত্যাচারিত দলিত ব্যক্তির পা ধুইয়ে সম্মান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ।পাশাপাশি তাকে সরকারিভাবে ক্ষতিপূরণও দেওয়া হয় । তার জের মিটতে না মিটতেই এবার উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় এক দলিত ব্যক্তিকে পা চাটানোর অভিযোগ উঠল । সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক লাইনম্যান তেজবালি সিং প্যাটেল (Tejbali Singh Patel) এবং অন্যান্যদের বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইন, ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা),৫০৬(ফৌজদারি ভয় দেখানো) প্রভৃতি ধারায় মামলা নথিভুক্ত করে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের শাহগঞ্জ থানার সার্কেল অফিসার অমিত কুমার । পাশাপাশি অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ।
অত্যাচারিত ব্যক্তির নাম রাজেন্দ্র চামার(Rajendra Chama) । তার বাড়ি রবার্টসগঞ্জ থানা এলাকার বহুয়ার গ্রামে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি চেয়ারে বসে আসে । নির্যাতিত দলিত যুবক মেঝেতে ঝুঁকে তার পা চাটছে । তারপর তাকে চেয়ারে বসে থাকা ব্যক্তির নির্দেশে কান ধরে ওঠবস করতে দেখা গেছে । ঘটনাটি গত ৬ জুলাই রাতের দিকে ঘটেছিল বলে জানা গেছে ।
জানা গেছে,ওইদিন শাহগঞ্জ থানার বলদিহ গ্রামে তার মামার বাড়িতে গিয়েছিলেন রাজেন্দ্র চামার । মামার বাড়ির বিদ্যুৎ লাইনে কিছু সমস্যা হয়েছিল । বিদ্যুৎ দপ্তরে ফোন করে খবর দেওয়া হয়েছিল । কিন্তু দপ্তরের কর্মীদের আসতে দেরি হওয়ায় কোথায় সমস্যা তা খুঁজছিলেন রাজেন্দ্র । ইতিমধ্যে লাইনম্যান তেজবালি সিং প্যাটেল সেখানে চলে আসে এবং সে রাজেন্দ্রকে গালিগালাজ করে বলে অভিযোগ । তারপর রাজেন্দ্র চামারকে জুতো চাটতে ও কানধরে ওঠবস করতে বাধ্য করে তেজবালি । সেই দৃশ্য কেউ নিজের মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় । ভিডিওটি নজরে পড়তেই নড়েচড়ে বসে ইউপি পুলিশ ।
তবে রাজেন্দ্র চামার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদত্যনাথের কাছে দাবি করেছেন,শুধু আইনানুগ শাস্তিই নয়,অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালানো হোক । তিনি পুলিশের কাছে বলেছেন,’হাত জোড় করে, আমি ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জির কাছে ন্যায়বিচার করার আবেদন করছি। আমি চাই তার (তেজবালি সিং প্যাটেল) বাড়িতে বুলডোজার চালানো হোক । তিনি আমার সাথে যে অমানবিক আচরণ করেছিলেন, তা একজন মানুষ আর একজন মানুষের উপর করতে পারে না ।’।