রক্তের নদী বইছে দিকে দিকে,
মায়ের স্নেহের কোল খালি মিছে।
ক্ষমতার লোভের লিপ্সায় মাতোয়ারা,
অসহায়,নিরীহ জীবনের খোঁজে দিশাহারা।
অধিকার কেড়ে নেবার সংকল্প,
মানব পরিবর্তিত পশুর আচরণে অল্প।
নিজের প্রতিটি চাহিদা যেন মেটে পর্যাপ্ত,
প্রয়োজনে হিংসার রক্ত বন্যআয় রপ্ত।
উৎসবে রক্ত বর্ণ চক্ষুর শ্যেন দৃষ্টি,
ঝরে পড়ছে অবিরত রক্ত বৃষ্টি।
নিস্তেজ নিষ্প্রাণ তরতাজার দেহ,
লাভ ক্ষতির হিসাব জানলো না কেহ।
বীভৎস,ভয়ঙ্কর বাতাবরণের জালে,
সভ্যতার অপমৃত্যু কলির কালে।।