এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৯ জুলাই : ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আলী খামেনিকে দেশে হত্যার ষড়যন্ত্র বন্ধ করতে আহ্বান জানিয়েছে ইরানের মানবাধিকার কমিশন । ইরানের শিরাজের শাহচেরাঘের মাজারে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই আফগান নাগরিক মোহাম্মদ রমেজ রশিদি এবং নাঈম হাশেম কাতালির ফাঁসি কার্যকর করার পরে কমিশনের তরফে এই আহ্বান জানানো হয় । ইরানের মানবাধিকার কমিশন বিচার বিভাগের এই শাস্তিকে ইসলামী প্রজাতন্ত্রের অন্যায় হিসাবে অভিহিত করেছে ।
প্রতিষ্ঠানটি শনিবার একটি টুইটে লিখেছে যে, শাহচেরাঘে হামলায় ইরানের দমনকারী বাহিনীর ভূমিকা প্রকাশ না করে দুই আফগান নাগরিকের মৃত্যুদণ্ড তাড়াহুড়ো করে বাস্তবায়ন করা হয়েছে ।জোরপূর্বক স্বীকারোক্তি এবং অত্যন্ত অন্যায্য বিচারের পর মোহাম্মদ রমেজ রশিদি এবং নাঈম হাশেম খাতালির দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার উদ্দেশ্য হল ইরানে সন্ত্রাস সৃষ্টি করা । পাশাপাশি ইসলামের দমনমূলক শক্তিকে তুলে ধরা ।
ইরানি মিডিয়া জানিয়েছে যে শাহচেরাঘে গত বছরের হামলায় জড়িত সন্দেহে দুই আফগান নাগরিককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ।
ইরানের মানবাধিকার কমিশনের পরিসংখ্যান অনুযায়ী,২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৮ জন আফগান নাগরিকসহ এই দেশে ৩৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ।।