দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ জুলাই : ভাতারের মাহাতা অঞ্চলের একটি বুথে ব্যালট বাক্স লুটের ঘটনা ঘটেছে । পরে ব্যালট বাক্সগুলি এলাকার একটা পুকুর থেকে উদ্ধার করে পুলিশ । এই ঘটনার জেরে ওই কেন্দ্রে বিকেল চারটের পর থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় । ফলে ফিরে যেতে হয় বহু ভোটারকে । ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেছে ।
জানা গেছে,ঘটনাটি ঘটেছে মাহাতা অঞ্চলের ঝর্না গ্রামের ১৮ নম্বর বুথে । ভোট চলাকালীন বিকেল চারটে নাগাদ ভোটকেন্দ্র থেকে ৩ টি ব্যালট বাক্স তুলে নিয়ে পালিয়ে যায় কিছু লোক । তখনও বুথের বেশ কিছু ভোটার ভোট দিতে এসেছিলেন । তৃণমূলের অভিযোগ,সিপিএম ও বিজেপির লোকজনই ব্যালট বাক্সগুলি লুট করেছে । অন্যদিকে দাবি করা হয়েছে যে তৃণমূলের লোকজন বুথ দখল ও ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিল । তারা বাধা পেয়ে ওই ব্যালট বাক্সগুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । পরে ঝর্না গ্রামের একটি পুকুর থেকে ওই তিনটি ব্যালট বাক্স উদ্ধার করে পুলিশ । যদিও তারপরে ওই কেন্দ্রে আর ভোটগ্রহণ হয়নি ।
পাশাপাশি ভাতারের ভাটাকুল গ্রামের ৬৯ এবং ৭০ নম্বর বুথের বাইরে তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেস জোটেত সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । তার জেরে বিকেল তিনটের পর থেকে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায় ।।